রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনায় ট্রাক চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাবনা-পাকশি সড়কের নাজিরপুর টিকরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বেড়া উপজেলার আমিনপুর থানার রাজনারায়নপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুল মজিদ(৫২) ও পাবনা পৌর কৃষ্ণপুর গ্রামের মৃত ইয়াকুব আলী খানের ছেলে মোঃ ইকবাল হোসেন খান (৪৫)।
পাবনা হেমায়েতপুর পুলিশ ফাড়ির ইনচার্য এস,এম নুরুজ্জামান জানান, নাজিরপুর টিকরি নামক স্থানে পাবনা অভিমুখে ট্রাক ও পাকশি অভিমুখে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেলের ২ আরোহী চলন্ত ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনান্থলেয় ইকবাল হোসেন মারা যায়। গুরত্বর আহত আব্দুল মজিদকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনার পরপরই ট্রাকটির চালক পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ট্রাকটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।