বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাশুক, পাবনা:
পাবনায় অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ উৎপাদন করার অভিযোগে ইমপেল ল্যাবরেটরিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ম্যানেজারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাবনা ডিবি পুলিশ ও জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার বেলা ১ টায় পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের ইমপেল ল্যাবরেটরি কোম্পানীতে অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধ ভাবে তৈরিকৃত মানবদেহের জন্য ক্ষতিকারক বিপুল পরিমাণ বিভিন্ন যৌন উত্তেজক জিনসিন সিরাপ, সরবত সহ বিপুল পরিমাণ ভায়াপেল টেবলেট উদ্ধার করে অভিযান দল। জব্দকৃত মালামালের মুল্য প্রায় ৫ লাখ টাকা।
এ ঘটনায় কোম্পানীর ম্যানেজার মিরাজুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে ডিবি পুলিশ। আটককৃত মিরাজুল পাবনা সুজানগর উপজেলার ভাটপাড়া গ্রামের মোহাম্মদ শামসুর রহমানের ছেলে। উক্ত কোম্পানীর অনুমোদন না থাকায় সিলগালা করে অভিযান দল।