মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
র্যাব-১২, সিপিসি-২, পাবনা
১২ আগস্ট, ২০২২ তারিখ ১২.১৫ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ঘটনাস্থলঃ ‘পাবনা জেলার পাবনা থানাধীন দই বাজার মোড়স্থ হাজী মোঃ মহসীন রোডে জনৈক মমিনুল ইসলাম (৫২) এর মালিকানাধীন ডাবলু হার্ডওয়ার স্টোর এর সামনে পাঁকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী ০১। মোঃ জাহাঙ্গীর প্রামানিক (৩৫), পিতা-মোঃ এস্কেন প্রামানিক, সাং-কালাচাঁদপাড়া, ০২। মোঃ মেজবাহুর রহমান হিমেল (৩২), পিতা-মৃত হযরত আলী, সাং-শালগাড়িয়া (নিকারীপাড়া), উভয় থানা-পাবনা, জেলা-পাবনা’দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ৯৯ (নিরানব্বই) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা, মোবাইল ০২টি ও সিম ০৪টি, নগদ ১৯৭০/- টাকাসহ মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল ও ০১টি বাই সাইকেল উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
ধৃত আসামীরদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।
স্বাক্ষরিত/–কিশোর রায়,সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার),ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার
র্যাব-১২, সিপিসি-২, পাবনা।