রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস রিলিজ
র্যাব-১২, সিপিসি-২, পাবনা, পাবনা র্যাব কর্তৃক ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামী গ্রেফতার। অদ্য ৩০ অক্টোবর, ২০২২ তারিখ ১৫.১৫ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার পাবনা থানাধীন মালঞ্চী বাজারস্থ ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং অফিসের সামনে’ অভিযান পরিচালনা করে জিআর-৭২৭/১৬ (পাবনা), এসসি-৯৮৮/১৬, প্রসেস নং-১৩৪৬/২১, ধারাঃ মাঃ দ্রঃ নিয়ন্ত্রন আইনের ১৯-১ এর ৯(খ)/৯(ক) মূলের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আজাদ আলী শেখ (২৮), পিং-মোঃ আকবর আলী শেখ, সাং-পার গোবিন্দপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা’কে গ্রেফতার করা হয়। উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। পরবর্তীতে উক্ত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/–কিশোর রায়, সিনিঃ এএসপি ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, র্যাব-১২, সিপিসি-২, পাবনা।