রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদীতে স্কুল গামী ছাত্রীদের উক্তোক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলের বোন বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত যুবক মো. ওয়ারিদ আমান ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়ার আসনা ঈদগাহ পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। অভিযোগ সূত্রে জানাযায়, সেপ্টেম্বর ৫ বিকেল আনুমানিক ৫ টা ৩০ ঘটিকার দিকে উপজেলার আসনা ফুটবল মাঠ সংলগ্ন রাস্তায় বিকেলে কয়েকটি মেয়ে তাদের প্রাইভেট শেষকরে বাড়ী যাওয়ার পথে একই এলাকার মো. বিদ্যুৎ হোসেনের ছেলে বখাটে মো. জয় (২১) মেয়েগুলোকে বাজে মন্তব্য করতে থাকে এবং তাদের পেছন থেকে ভিডিও করতে থাকে । এমতাবস্থায় ভিকটিম ওয়ারিদ বখাটে জয়কে নিষেধ করলে বখাটে জয় ওয়ারিদের উপর ক্ষীপ্ত হয়ে তাকে গালাগাল দিতে থাকে এবং তাকে দেখে নেবে বলে চলে যায়। তারই ধারাবহিকতায় সন্ধ্যা অনুমান পৌনে ৭ ঘটিকার দিকে ছোটভাই আমান ও বন্ধু শিহাবকে সঙ্গেকরে ওয়ারিদ আড়ামবাড়ীয়া বাজারে তাদের ব্যাক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার সময় বখাটে জয়ের বাড়ির সামনে পৌঁছালে বখাটে জয় তার ফুফাতো ভাই মো. বিশাল (২৫), চাচা মো. বিপ্লব হোসেনসহ (৪০) অজ্ঞাত ২/৩ জন ওয়ারিদের মোটর সাইকেলের গতিরোধ করে তাদের উপর হামলা চালায়। এসময় জয় ওয়ারিদকে হত্যার উদ্দেশ্যে চাকুদিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে এবং শিহাবকেও এলাপাতারি প্রহার করতে থাকলে তাদের আঘাতে ওয়ারিদের হাত,পা এবং শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। তাদের হামলায় ওয়ারিদের আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামীদ্বয় ওয়ারিদকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে চেলে যায়। এসময় স্থানীয়রা ওয়ারিদ এবং আহত শিহাবকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করেন। এ সংবাদ লেখা পর্যচন্ত ওয়ারিদের শরীরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।