মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য জেলা গোয়েন্দা শাখা, পাবনার একটি অভিযানিক দল অদ্য ১৮/০৪/২০২২ ইং তারিখ পাবনা জেলার আতাইকুলা থানাধীন মধুপুর দক্ষিনপাড়া সাকিনস্থ মোঃ তুষার (২৩) পিতা-মোঃ কুতুবউদ্দিন এর বসত বাড়ীর শয়ন ঘরের সামনে হইতে রাত্রী-০৩.১৫ ঘটিকায় অভিযান চালিয়ে মোঃ তুষার (২৩). পিতা-মোঃ কুতুব উদ্দিন, সাং-মধুপুর দক্ষিনপাড়া, থানা-আতাইকুলা, জেলা-পাবনাকে তিনটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত মোটরসাইকেল গুলো হলোঃ
১। একটি লাল রং এর HERO HONDA CD Deluxe ১০০ সিসির রেজিঃ বিহীন মোটরসাইকেল যাহার ইঞ্জিন নং- HA11EA89G04900, চেসিস নং MBLHA11ED89G02731, ২। একটি কালো রংয়ের ১১০ সিসি রেজিঃ বিহীন DAYUN মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-150FG10060002, চেসিস নং- LEYPCGS59A1016595, ৩। একটি কালো রংয়ের Discover ১৫০ সিসি রেজিঃ বিহীন মোটরসাইকেল যাহার ইঞ্জিন নং- JZMBTK68602, চেসিস নং- MD2DSJZZZTWK97224,,
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার আতাইকুলা থানায় চুরি মামলা রুজু প্রক্রিয়াধীন।
চোরাই মটর সাইকেলের কোন মালিকানা কেউ দাবী করলে ডিবি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।