বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনা মেডিকেল কলেজে স্থাপিত আরটি পিসিআর ল্যাবের পরিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৮ জুলাই ২০২১) দুপুরে মেডিকেল কলেজ হলরুমে আলোচনা সভা শেষে এ ল্যাবের কার্যক্রম উদ্বোধন করা হয়। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: বুলবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাবনা ৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। আরো বক্তব্য রাখের, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল আহমেদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবনা সদর হাসপাতালের এডি ডা: মোঃ আবু জাফর, সেক্টর কমান্ডার ফোরামের জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুুর রহিম পাকন, সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেনসহ প্রমুখ ব্যাক্তিবর্গ। পরে পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধন করা হয়। উল্লেখ্য দেশে ২১টি মেডিকেল কলেজের মধ্যে পাবনা মেডিকেল কলেজে প্রথম পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধন করা হলো। এছাড়া ঢাকার পরেই এত উন্নত মানের সর্বোচ্চ প্রযুক্তির ল্যাব প্রথম পাবনায় স্থাপিত হলো। প্রধান অতিথি গোলাম ফারুক প্রিন্স বলেন, এখন থেকে পাবনাবাসীর করোনা পরিক্ষা এ ল্যাব থেকে করা হবে। এর আগে রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে পরিক্ষা করায় ফলাফল পেতে ৩/৪দিন সময় লাগতো ফলে করোনা রুগী সনাক্তে কর্তৃপক্ষকে হিমসিম খেতে হয়েছে। এখন প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন স্বাস্থ্য বিভাগ পেয়ে যাবে। এতে করোনা রুগি সনাক্ত করে দ্রুত তাকে চিকিৎসার আওতায় আনা যাবে।