মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি, পাবনা ক্যাম্প সিপিসি-টু:
মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১৮/১২/২০২৩ খ্রিঃ ১৩.০০ হতে ১৪.৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রণালয়, পাবনা এর সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদ হাসান রনি’কে সাথে নিয়ে র্যাবের একটি টহল দল ‘পাবনা জেলার সদর থানাধীন পারনলমুড়া, মালঞ্চি সাকিনস্থ ইউনিফিল ফার্মাসিউটিক্যালস (ইউনিফিল) নামক ব্যবসা প্রতিষ্ঠান’ এ ভোক্তা অধিকার আইন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪৫, ৫২ ধারা ভঙ্গের অপরাধে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ মহসিন বিশ্বাস (৪৬), পিতা-মৃত আক্কাস আলী বিশ্বাস, সাং-পারনলমুড়া, মালঞ্চি, থানা-পাবনা সদর, জেলা-পাবনা এর ইউনিফিল ফার্মাসিউটিক্যালস (ইউনিফিল) ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিশ্রুতি পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং ৫২ ধারা ভঙ্গের অপরাধে মোঃ জিকু মিয়া (৩২), পিতা-মৃত মোজাহার আলী, সাং-ভুরভুরিয়া (মালঞ্চি), থানা-পাবনা সদর, জেলা-পাবনা এর হালিমা ফুড প্রোডাক্টস, ভুরভুরিয়া, মালঞ্চি, পাবনা সদর, পাবনা নামক ফুড প্রোডাক্টস ব্যবসা প্রতিষ্ঠানে সেবা গ্রহীতার জীবন বিপন্নকারী কার্য সাধন করার দায়ে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করে এবং বিভিন্ন প্রকার পাউডার ও রং ধ্বংস করা।
উক্ত ব্যবসা প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযোগ নং-৩১৪/২০২৩-২৪, ৩১৫/২০২৩-২৪ তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ মোতাবেক সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
স্বাক্ষরিত-মোঃ এহতেশামুল হক খান (মেজর), কোম্পানি কমান্ডার,র্যাব-১২, সিপিসি-২, পাবনা