admin
- ১৮ জানুয়ারী, ২০২৩ / ৭৩ Time View
Reading Time: < 1 minute
মজিবুল হক লাজুক, পাবনা:
পাবনা সদর উপজেলার গয়েশপুর ভাড়ারা, দোগাছী ইউনিয়নের বিভিন্ন বাজার ঘাট, মাঠে ময়দানে, হাটে চলছে মাদকের রমরমা ব্যবসা অভিনব কায়দায় চলছে জুয়া। এ যেন জুয়া এবং মাদকের রাজ্যে পরিনিত হয়েছে। গতকাল (১৭ ই জানুয়ারী ২০২৩) জালালপুর বাজারের কারিগরী কলেজের মেধাবী ছাত্র মারুফ (২২) কে প্রাণ দিতে হলো অকাতরে। ঘটনার বিবরণে পুলিশ জানায়, সকাল ১০ টার সময় নেশাখর এবং জুয়ারুরা মারুফকে মোবাইল ফোনে হুমকি দেয়। মারুফ এতে ভয় পেয়ে জুয়ারুদের কাছে যায়। এ সময় জুয়ারুরা তার কাছ থেকে তিন হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন মারুফের বাবা। এতে মারুফ চরম দুঃখ পায় এবং বাবার মোবাইল কেরে নেওয়ায় তিনি জুয়ারুদের অনুরোধ করেন যে আমার বাবার মোবাইলটা ফেরত দে পরে তোদের টাকা দিয়ে যাবোনে। এক পর্যায়ে জুয়ারুরা বলে এই বেটা যা মোবাইল টাকা কিছুই ফেরত পাবিনা তুই বিশ খা গা। তোর মান গেলে আমাদের কিছু আসে যায়না। এ সময় জুয়ারুদের মাঝ থেকে একজন বলে এই নে টাকা নিয়ে বিশ কিনে খা গা। এ ছাড়াও জুয়ারুরা মারুফকে মৃত্যু হওয়াতে বাধ্য করেন। এ সময় মারুফ মনের দুঃখে কষ্টে তিনি আত্মাহতি দেন। এ ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সরেজমিন এলাকাবাসি জানায়, ব্যাপক ভাবে নেশার আড্ডা জুয়ে খোড়দের জুয়ের রমরমা ব্যবসা চলার ফলে একজন নিশপাপ ছেলে মারুফকে প্রাণ দিতে হলো। মারুফের মতো আর যেন কারোর প্রাণ না দিতে হয় এ জন্য প্রশাসনের কাছে জোর দাবি যে উক্ত দোশী ব্যাক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন এলাকাবাসি।