সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

News Headline :
ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্ব ভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৪তম তিরোধান দিবস ২০২৪ উদযাপনের আজদ্বিতীয় দিন ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার ন্যায় বিচার পেলে আওয়ামী লীগের জীবনের স্বাদ মিটে যাবে-নওগাঁ জামায়াত আমির রাবি’তে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার ফুলবাড়ীতে বিএনপি‘র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২ পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসীদের গুলি ল্যাংড়া বিপু গুলিবিদ্ধ পাবনায় স্বপনের অফিস ভাংচুর করলেন শিমুল সমর্থক হামলা-পাল্টা হামলা পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

পাবনা সদর হাসপাতাল থেকে নারীসহ ৬ দালাল আটক ভ্রাম্যমান আদালতে সাজা

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসি মহোদয়ের নির্দেশনা মোতাবেক পাবনা সদর হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম বন্ধের উদ্দেশ্যে জেলা গোয়েন্দা শাখা,পাবনার অফিসার ইনচার্জ, মুহম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ জিন্নাত সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাবনা সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিম্নবর্ণিত পুরুষ ও মহিলাদের আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। ১। ইমন বিশ্বাস (৩৫),পিতাঃ মোঃ সেলিম বিশ্বাস,সাং- শালগাড়ীয়া, থানা ও জেলা-পাবনাকে ২০ দিন কারাদণ্ড প্রদান করেন, ২। মোঃ সুমন (৩৬),পিতাঃ মোঃ শহিদুল্লাহ, সাং- সিংগা গাংকোলা, থানা ও জেলা-পাবনাকে ০১ মাস কারাদণ্ড প্রদান করেন, ৩। মোঃ কালু প্রাং (৩৭),পিতাঃ মোঃ এজেম আলী,সাং- গাছপাড়া, থানা ও জেলাঃ পাবনাকে ২০ দিন কারাদণ্ড প্রদান করেন, ৪। মোঃ আজাদ (৪২),পিতাঃ মোঃ কামাল হোসেন ,সাং আরামবাড়ীয়া, থানাঃ ঈশ্বরদী ,জেলাঃ পাবনা কে ১৫ দিন কারাদণ্ড প্রদান করেন, ৫। মোছাঃ রেবা খাতুন (২৬),স্বামীঃ মোঃ একরামুল, সাং- সর্দারপাড়া,থানা ও জেলা-পাবনাকে ১০ দিন কারাদণ্ড প্রদান করেন, ৬। মোছাঃ নাদিরা খাতুন (২৭),স্বামীঃ মোঃ রবি,সাং-নূরপুর,থানা ও জেলা-পাবনাকে ০৫ দিন কারাদণ্ড প্রদান করেন, ৭। মোছাঃ বিউটি খাতুন (২৯),স্বামীঃ মৃত জয় মিয়া, সাং- নূরপুর, থানা ও জেলা-পাবনাকে ১০ দিন কারাদণ্ড প্রদান করেন।৮। মোছাঃ শ্যামলী খাতুন (৩৫),স্বামীঃ আনোয়ার হোসেন,সাং- দরিভাও ডাঙ্গা, থানা ও জেলা-পাবনাকে ১০ দিন কারাদণ্ড প্রদান করেন, ৯। মোছাঃ শেলী খাতুন (৪৮), স্বামীঃ মোঃ রতন, সাং-নূরপুর, থানা ও জেলাঃ পাবনাকে ০৫ দিন কারাদণ্ড প্রদান করেন। দালাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com