সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

News Headline :
ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্ব ভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৪তম তিরোধান দিবস ২০২৪ উদযাপনের আজদ্বিতীয় দিন ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার ন্যায় বিচার পেলে আওয়ামী লীগের জীবনের স্বাদ মিটে যাবে-নওগাঁ জামায়াত আমির রাবি’তে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার ফুলবাড়ীতে বিএনপি‘র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২ পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসীদের গুলি ল্যাংড়া বিপু গুলিবিদ্ধ পাবনায় স্বপনের অফিস ভাংচুর করলেন শিমুল সমর্থক হামলা-পাল্টা হামলা পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

পীরগঞ্জের কুমেদপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দূনীর্তির অভিযোগে অনাস্থা প্রস্তাব

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ই্উপি চেয়ারম্যান আমিনুল ইসলামের ২৯ অনিয়ম ও দূনীর্তি অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব এনেছে ওই পরিষদের নির্বাচিত ইউপি সদস্যগণ। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকতার কাছে লিখিত অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে গতকাল রোববার দুপুর ২টায় রংপুর রিপোর্টার্স ক্লাব মিলানায়তন হল রুমে সংবাদ সম্মেলন করেন ওই পরিষদের সদস্যগণ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন কুমেদপুর ইউপি সদস্য দেবব্রত অধিকারী দেবু। তিনি বলেন, চেয়ারম্যান আমিনুল ইসলাম সাধারণ মানুষের কাছ থেকে একই অর্থ বছরে একই ব্যাক্তির কাছ থেকে ৩/৪ বার বসত বাড়ীর কর উত্তোলন, ভিজিএফ কর্মসূচীর তালিকায় একই পরিবারের ২ অথবা ৩ জন ব্যাক্তির নাম দিয়ে চাল উত্তোলন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সদস্যদের সিদ্ধান্ত ছাড়া পূর্বের তালিকা থেকে নাম কর্তন করে স্বচ্ছল ব্যক্তির নাম লিপিবদ্ধ করণ করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন। এছাড়াও সরকারী ভাবে কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বিজ বিতরণের করা হলেও সার বিক্রি করে অর্থ আতœসাত করণ, ইউপি সদস্য গোলসেনেরা বেগমকে ভয়ভীতি দেখিয়ে চেকে স্বাক্ষর গ্রহণ, ৯নং ওয়ার্ডের সদস্যকে নোটিশ ও রেজুলেশন খাতায় নাম বাদ করণ এ ঘটনায় পীরগঞ্জ সহকারী জজ আদালতে মিস ভাইলেশন মামলা হয়েছে যাহার নং ১৮/২২। সরকারী রাস্তার গাছ কর্তন করে বিক্রয় করে অর্থ আত্মসাত, ইউপি সদস্যদের কাছ থেকে ফাঁকা রেজুলেশনে স্বাক্ষর গ্রহণ,বসত বাড়ির টিসিবি রেশন কার্ড ভোটার হালনাগাদের ৬ লক্ষ টাকার অধিক ইউনিয়ন পরিষদের ফান্ডে জমা না করে আতœসাৎ করেন।কর্মসৃজনের নামের তালিকায় ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিনের ভোটার আইডি নং ৮৫১৭৬৫৪৪৪৭৯৬১ একই ব্যক্তি নাম ক্রমিক নং ৩ ও ক্রমিক নং ৩৮এ লিপিবদ্ধ করে সরকারী অর্থ হাতিয়ে নেয় চেয়ারম্যান আমিনুল। এদিকে ভিডবিøবি কর্মসূচী প্রকল্পে নিজের স্ত্রী শরিফা খাতুনকে কমিটির তালিকায় অর্ন্তভূক্ত করে একক অধিপত্য বিস্তার করেছেন তিনি যাহা ভিডবিøবি ৩.১ এর নীতিমালাকে লঙ্ঘন করেন। এতে অনিয়ম দেখার পরেও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোধা রানী রায় তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা করেন বলে সংবাদ সম্মেলনে দেবব্রত অধিকারী দেবু অভিযোগ তোলেন। তিনি এব্যাপারে বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগর দায়ের ও হাইকোর্টের মামলা দায়ের করেছেন বলে জানান। এসময়, ইউপি সদস্য নুরুল ইসলাম, আজিজুল ইসলাম, মোসাদ্দেক আলী, মোছা: হাওয়া বিবিসহ আটজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com