মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ শীর্ষ মাদক কারবারী মোঃ রহিদুল ইসলামকে (৩৪), গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তার বসতঘর থেকে ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মঙ্গলবার (৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টায় পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ রহিদুল ইসলাম, সে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া এলাকার মৃত রাব্বেলের ছেলে।
বুধবার র্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, মঙ্গলাবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়ায় মাদক কারবারী মোঃ রহিদুল ইসলামের বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। এমন তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় বসতঘরে তল্লাশী চালিয়ে প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা ১২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছিল। রহিদুল নিজ এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। ইতিপূর্বে তার নামে ৯ টি মামলা রয়েছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।