শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

News Headline :
ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্ব ভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৪তম তিরোধান দিবস ২০২৪ উদযাপনের আজদ্বিতীয় দিন ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার ন্যায় বিচার পেলে আওয়ামী লীগের জীবনের স্বাদ মিটে যাবে-নওগাঁ জামায়াত আমির রাবি’তে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার ফুলবাড়ীতে বিএনপি‘র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২ পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসীদের গুলি ল্যাংড়া বিপু গুলিবিদ্ধ পাবনায় স্বপনের অফিস ভাংচুর করলেন শিমুল সমর্থক হামলা-পাল্টা হামলা পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রশিক্ষণ না দিলেও কম্পিটারের দোকানে মিলে সনদ

Reading Time: 3 minutes

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী অঞ্চলে বেড়েছে বিদেশগামী প্রবাসীর সংখ্যা। বিগত দিনের চেয়ে বর্তমান বিদেশগামী প্রবাসীর হার অনেকটাই বেশি। কিন্তু রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে কাজ নিয়ে এসে বিদেশগামী প্রবাসীদের পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে। মূলত দালালের খপ্পড়ে পড়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে বিদেশগামী প্রবাসীদের।রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা গেছে, ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত রাজশাহী, নাটোর ও নওগাঁ এই তিন জেলা থেকে ১৮ হাজার ৫৮৬ জন প্রবাসী বিদেশ গেছে। যা গত গত অর্থবছর এর পরিমান ছিল কম। এবার রাজশাহী থেকে বিভিন্ন দেশে গেছে ২ হাজার ৭৮৮ জন, নাটোর থেকে ৪ হাজার ৬৪৬ জন ও নওগাঁ থেকে ১১ হাজার ১৫১ জন। মূলত রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই তিন জেলা নিয়ে কাজ করেন।জানা গেছে, বিদেশগামীদের জন্য ‘আমি প্রবাসী’ নামে একটি এ্যাপসের মাধ্যমে প্রথমে ট্রেনিংয়ে জন্য ভর্তি হতে হয়। ভর্তি হতে গেলে তার জাতীয় ভোটার আইডি কার্ড, পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্রের প্রয়োজন পড়ে। প্রথমত একজন কর্মীকে ব্যুরো অব ম্যানপাওয়ার ইমপ্লয়ার এন্ড ট্রেনিংয়ের (বিএমইটি) নিবন্ধন করতে হয়। এক্ষেত্রে একজন কর্মীকে ভর্তি হতে টাকা লাগে, যেমন- বিএমইটি বা নিবন্ধর করতে সর্বোচ্চ ৫শ’ টাকা, ব্যাংক ড্রাফ এক হাজার টাকা, ফিঙ্গার প্রিন্টে ২২০। এরপর তিনদিনের প্রশিক্ষণ শেষে দেয়া হয় সনদপত্র।
দেখা গেছে, একজন প্রবাসীকে বিএমইটি নিতেই দিতে হয় ১০ হাজারের বেশি টাকা। আবার তিন দিনের ট্রেনিং না করেই টাকা হলে বাইরের কম্পিউটারের দোকানে মিলে সনদপত্র। যাদের ২০২০ সালের পাসপোর্ট রয়েছে তাদের বিড়াম্বনার শেষ নাই। এনালগ পদ্ধতি বাতিল হওয়ায় ২০২০ সালের পাসপোর্ট ধারীরা সার্ভার বন্ধ থাকায় বিকাশে টাকা দিতে পারছেন না। যার কারণে তাদের বিএমইটিও হচ্ছে না। কিন্তু তাদেরও ভর্তি বা বিএমইটি থেমে নেই।অনুসন্ধানে জানা গেছে, একজন প্রবাসীকে ভর্তি হতে রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে কাগজপত্র জমা দেয়ার পর সেখান থেকে পাঠিয়ে দেয়া হয় বাইরের কম্পিউটারে। বাইরের কম্পিউটারের দোকানে অনলাইনের মাধ্যমে যাবতীয় কাজ করতে হয়। তবে বাইরের কম্পিউটারের দোকানদার এসব প্রবাসীদের ফরম পূরণ বা বিএমইটি দিতে নেয় গলাকাটা ফি। যেখানে ৫শ’ টাকা লাগার কথা সেখানে আদায় করা হয় সাড়ে ৭শ’ থেকে ৮শ’ টাকা। বিশেষ করে কাগজপত্র একটু ভুল হলে কমপিউটারের দোকানদারদের ঈদ লেগে যায়। কাগজপত্র ঠিক করে দেয়ার নামে নেয়া হয় অতিরিক্ত টাকা। খোদ অফিস থেকেই প্রবাসীদের জানিয়ে দেয় হয় কোন কম্পিউটারে কাজ করতে হবে। এক্ষেত্রে আবার একটি টোকেন ব্যবহার করা হয়।জানা গেছে, টিটিসির সামনে ও প্রধান রাস্তার পূর্ব পাশে রয়েছে বেশ কয়েকটি কম্পিউটারের দোকান। এরমধ্যে একটি মা কম্পিউটারের দোকান। কোনো দোকানে কাজ না থাকলে মা কম্পিউটারের দোকানে চরম ভীড় দেখা যায়। অফিসের দালাল শ্রেণির কিছু কর্মকর্তা-কর্মচারীরা চিরকুট লিখে মা কম্পিউটারের দোকানে প্রবাসীদের পাঠিয়ে দেন বিএমইটিসহ সকল কাজের জন্য। প্রবাসীরা এই কম্পিউটারের দোকানে গেলে সব কাজেই নেয়া হয় অতিরিক্ত টাকা। আর এই টাকার ভাগ পায় কাজ পাঠানো কর্মচারীরা।খোঁজ নিয়ে জানা গেছে, এমন কোনো কাজ নেই যে মা কম্পিউটারে হয় না। সেটা বৈধ অবৈধ যেটাই হোক। মা কম্পিউটারের দোকানদার মৃদুল নিজেও একজন দালাল। তিনি বেশিরভাগ সময় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মধ্যে থাকেন। বিদেশগামী লোকজনদের অল্প টাকায় কাজ করে দেয়ার নামে তার দোকানে নিয়ে গলাকাটা ফি আদায় করেন। মা কম্পিউটারে বন্ধ থাকা সার্ভারের কাজ করা হয়। ২০২৩ সালে এনালগ সিস্টেম বন্ধ হয়ে গেছে। সার্ভার রয়েছে বন্ধ। তারপরও মা কমপিউটারে মালিক মৃদুল ২০২০ সালের বিদেশগামীদের বিএমইটি দেন। এক্ষেত্রে তিনি নেন ৩৫শ’ টাকা থেকে ৪৫শ’। আবার প্রশিক্ষণ না দিলেও এই কম্পিউটার মালিক দেন সনদ। ক্ষেত্রে একজন প্রবাসীকে গুনতে হয় ১০ থেকে ১২ হাজার টাকা। যদিও মা কম্পিউটারের মালিক মৃদুল বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু সেটি ঢাকা থেকে করিয়ে নেন বলেও জানান।সৌদিগামী নাটোরের মাসুদুল ইসলাম। তার পাসপোর্ট করা ২০২০ সালে। তিনি এখন সৌদি যাবেন। তিনি বিএমইটি করে ভর্তি হতে এসেছেন রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে। কিন্তু তার সার্ভার বন্ধ। ২৭০ টাকা টাকা বিকাসে দিয়ে বিএমইটি তুলে ভর্তি হতে হবে। এরই মধ্যে দেখা হয় মা কমপিউটারের মৃদুলের সাথে। তিনি সব করে দিবেন বলে ডেকে তার দোকানে আনেন। সেখানে তাকে বিএমইটি করে দেয়ার কথা বলে ৪৫শ’ টাকা চান। তিনি রাজি হন। পরে তাকে জানানো হয় তার তিন দিনের প্রশিক্ষণও দিতে হবে না। তিনি প্রশিক্ষণ না দিয়েই সনদ দিবেন। এতে তাকে দিতে হবে ১১ হাজার টাকা। তিনি রাজি হন। তিনি মৃদুলের চাহিদার টাকা দেন এবং তাকে বিএমইটি ভর্তি নিবন্ধন ও ভর্তির পর যে সনদ দেয়া হয় সেটি তাকে দেন।নওগাঁ থেকে আসা জহিরুল ইসলাম জানান, রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ঢুকতেই মা কমপিউটারের দোকানদার মৃদুল তাকে ধরেন। সব কাজ করে দিবে বলে দোকানে নিয়ে আসে। বিএমইটি তোলা ভর্তি হওয়া, প্রশিক্ষণ না দিয়েই সনদ সব মিলে তার কাছে ১৭ হাজার টাকা দাবি করেন। সর্বশেষ ১৫ হাজারে রাজি হন। ঝুট ঝামেলা এড়াতে তিনি দালাল মৃদুলকে দিয়ে কাজ করে নেন।এব্যাপারে কৌশলে মোবাইল ফোনে কথা বলা হয় মা কম্পিউটারের দোকানদার মৃদুলের সাথে। তিনি বলেন, আমি সব কাজ করে দিতে পারি। সব কাজ কিভাবে সম্ভব জানতে চাইলে তিনি বলেন, আমার লোক আছে। যে সালেরই বিএমইটি বা প্রশিক্ষণ সনদ হোক আমি করে দিতে পারি। আর এগুলো একটু বেশি টাকা দিলে করে দেয়া যায়।এব্যাপারে রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হান্নান জানান, এগুলো বাইরে হয়। যার কারণে আমাদের কিছু করার থাকে না। তিনি বলেন, তারপরও বিষয়টি খোঁজ নিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে এসব কম্পিউটারের দোকানদারবের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com