মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
Reading Time: 2 minutes
রাকিব মাহমুদ ডাবলু, বগুড়া:
বগুড়ার গাবতলীতে ডাকাতির ২১ টি গরু উদ্ধার ও ডাকাত দলের ২ সদস্য কে আটক করেছেন গাবতলী মডেল থানা পুলিশ। সোমবার ১২জুলাই ভোর রাতে গাবতলীর উনচুরখী থেকে উদ্ধার হয়েছে। একাধিক সূত্রে জানা যায়, চট্টগ্রামের গরু ব্যবসায়ী আবু জাফর ও আলমগীর রহমান দুই ভাই ১১ জুলাই নীলফামারী হাট থেকে জনৈক আইনুর রহমান এর মাধ্যমে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ২১টি কুরবানীর দেশীয় ষাড় গরু ক্রয় করেন। বেশি লাভের উদ্দেশ্যে গরুগুলো চট্টগ্রাম হাটে বিক্রির জন্য ঢাকা মেট্রো ট ১৫-৭২০৭ নম্বরে একটি ভাড়া করা ট্রাকে তুলে দেন। ট্রাক ড্রাইভার হেলপার সহ ৫ জন মিলে গরু ভর্তি ট্রাক নীলফামারী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাক ড্রাইভার সাগর মিয়া জানান, পথিমধ্যে রাত সাড়ে দশটায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা দুর্গাপুর এলাকায় সড়কে পৌঁছা মাত্র ১০ জনের একদল ডাকাত অন্য একটি ট্রাক সামনে বেরিকেড দিয়ে আমাদের গতিরোধ করে ধারালো অস্ত্রের মুখে আমাকে ও আমার হেলপারসহ আরোহী ৫ জনকে রশি দিয়ে হাত পা বেঁধে টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে গরু ভর্তি ট্রাক ডাকাত দল নিয়ে চলে যায়। এরপর আর কী হয়েছে জানিনা। এদিকে রাত ১টায় বগুড়ার গাবতলী পৌর এলাকায় গরু গুলো ট্রাক থেকে নামানোর সময় মডেল থানার পেট্রোল ডিউটিরত এ এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সন্দেহ হলে পুলিশ গরুর মালিক কে জানতে চায়। এ সময় ট্রাক থেকে গরু নামানোর কাজে নিয়োজিত এক ব্যক্তি গরুর মালিক ডেকে আনার কথা বলে পালিয়ে যায়। বিষয়টি এ এসআই রবিউল ইসলাম মডেল থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম কে জানায়, রাতে তার নেতৃত্বে অন্যান্য ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় পুলিশ ট্রাক ড্রাইভার উনচুরখী গ্রামের পিতা মৃতঃ জয়নাল আবেদীনের ছেলে শাকিল আহম্মেদদ (৩২) ও একই গ্রামের পিতা-মৃত আব্দুল গনি শেখের ছেলে আব্দুল বারী ওরফে যুবরাজ(৪০) আটক করে । ডাকাতি করে আনা ২১টি ষাঁড় গরু ও ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসে। গরুর মূল্যের মূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে গরুর মালিক ব্যবসায়ী আলমগীর রহমান জানিয়েছেন। সংবাদ পেয়ে ১২ই জুলাই সোমবার দুপুরে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া গাবতলী মডেল থানায় এসে উদ্ধার হওয়া গরুগুলো পরিদর্শন করেন। এ সময় অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম,ইন্সপেক্টর (তদন্ত) জামিলুর রহমান,এসআই সুব্রত কুমার মাহাতো, আলহাজ উদ্দিন, শামিম আহম্মেদ, আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর আলম,এ এসআই কাজেম আলী, রেজেক আলী,মিলন মিয়া সহ বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, থানায় গরুর মালিক বাদী হয়ে একটি মামলা দিয়েছে। ড্রাইভার শাকিল ও আব্দুল বারী আন্তজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতির সাথে উনচুরখী গ্রামের আরো কয়েকজন ডাকাত সদস্য জরিত আছে।তাদের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।