মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

News Headline :
ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্ব ভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৪তম তিরোধান দিবস ২০২৪ উদযাপনের আজদ্বিতীয় দিন ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার ন্যায় বিচার পেলে আওয়ামী লীগের জীবনের স্বাদ মিটে যাবে-নওগাঁ জামায়াত আমির রাবি’তে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার ফুলবাড়ীতে বিএনপি‘র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২ পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসীদের গুলি ল্যাংড়া বিপু গুলিবিদ্ধ পাবনায় স্বপনের অফিস ভাংচুর করলেন শিমুল সমর্থক হামলা-পাল্টা হামলা পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

বগুড়া জেলা আ’লীগ নেত্রীর তৃতীয় লিঙ্গের মাঝে ঈদবস্ত্র বিতরণ

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া জেলা সদরে তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগ নেত্রী রুমানা আজিজ রিংকি। বৃহস্পতিবার বগুড়া শহীদ খোকন পার্কে নিজস্ব অর্থায়নে এসব বস্ত্র বিতরণ করেন তিনি।
বিতরণকালে তিনি বলেন, আপনারা যারা তৃতীয় লিঙ্গ আছেন সবারই সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে। আপনারা এদেশের নাগরিক। নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করণে এ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফলশ্রুতিতে আপনাদের বিষয়ে আন্তরিকভাবে কাজ করতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। বাসস্থানের পাশাপাশি আপনাদের কর্মসংস্থান সৃষ্টির কাজও চলছে। ইতিমধ্যে অনেককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সামনে আরও প্রশিক্ষণ দেওয়া হবে। আপনাদের আবাসভূমিরও ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান আবাসভূমির ব্যবস্থা হওয়ার ফলে আপনারা যারা সমাজে অবহেলিত, করুনার পাত্র ও মর্যাদাহীন ছিলেন বর্তমানে সমাজের উন্নয়নের মূল স্রোতধারায় আপনাদের অংশিদারিত্ব বর্তমান সরকার নিশ্চিত করেছেন। আপনাদের পরিসংখ্যান করে প্রত্যেককে জমি ও ঘর তৈরি করে দিতে এ সরকার বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নতসমৃদ্ধ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। উন্নয়নের এ অগ্রযাত্রায় দেশের সব মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন ছিন্নমূল জনগণকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় আনছেন। আপনারাও দেশের সকল সম সুযোগ, সম অংশিদারিত্ব নিয়ে এ সরকারের আমলে সম্মানের সাথে বেঁচে থাকবেন।
রিংকি বলেন, ঈদ পালন হবে বাংলাদেশসহ সারা পৃথিবীতে। মানুষ দাঁড়াবে এক কাতারে। তাই এ উৎসবে একটি মানবিক তাৎপর্য রয়েছে, রয়েছে ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ। ঈদ মুসলমানের ধর্মীয় উৎসব হলেও আবহমানকাল ধরেই রয়েছে এর সার্বজনীনতা। মুসলিম-হিন্দু অপরাপর ধর্মের মানুষের সঙ্গে মানবিক সম্পর্ক উন্নয়নের এক মহাযজ্ঞ। সুতরাং আমরা বলতে পারি ঈদ উৎসব হলো সব মানুষের, সকল সম্প্রদায়ের। মুসলিম উম্মাহর সঙ্গে একাকার হবে সমস্ত মানবজাতি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com