শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

News Headline :
জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! ২০ হাজার টাকা দেওয়ায় হয়রানীর অভিযোগ গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে রাবি ক্যাম্পাসে মাথায় ব্যাডের আঘাতে রাজশাহী কলেজে শিক্ষার্থীর মৃত্যু! ভোলাহাটে জরিমানা করা সত্বেও ফের মাটিকাটার কাজ অব্যাহত!! রাজশাহীর পবায় ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত বদলগাছীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় শ্যামনগর নওয়াবেঁকী গর্ভবতী গরু জবাইয়ের জন্য ব্যবসায়ীকে জরিমানা কুষ্টিয়ায় ট্রেন থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক ১জন। নষ্ট হচ্ছে প্রশিক্ষণ ছাড়াই প্রদত্ত আবাসিক হলের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু

বদলগাছীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Reading Time: 2 minutes

ফিরোজ হোসেন,নওগাঁ:
নওগাঁর বদলগাছীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে । মৃত জেসমিন আক্তার সুমি (২৬) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রহস‍্যজনক এই মৃত্যু নিয়ে এলাকায় চলছে ব‍্যপক তোলপাড়।
নিহতের পরিবারের দাবি আত্মহত্যা নয় আমার মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সোহেল রানা পলাতক রয়েছে।নিহত জেসমিন আক্তার সুমি (২৬) বদলগাছী উপজেলার কোলা ইউপির কেশাইল হঠাৎপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী ও একই ইউপির লালুহার গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। সোহেল রানা বদলগাছী পিআইও অফিসে কর্মরত। নিহতের ৩বছরের একটি মেয়ে আছে।থানা ও স্থানীয়সূত্রে জানাযায়, মঙ্গলবার ১৯শে সেপ্টেম্বর সকাল আনুঃ ৬টায় স্বামী সোহেল ঘুম থেকে উঠে গৃহবধু জেসমিন আক্তার সুমি (২৬) কে ডাক দিলে কোন সাড়াশব্দ না পেলে জানালায় গিয়ে দেখে জেসমিন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। বিষয়টি দেখে চিল্লাচিল্লি ও ডাকাডাকি সোহেলের মা বাবা সহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে এবং ঘরের দরজা ভেঁঙে মৃতদেহটি নিচে নামায়। পরে থানা পুলিশকে খবর দিলে সকাল ৯টায় বদলগাছীর এস আই মুনিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে মহাদেবপুর সার্কেল এ এস পি জয়ব্রত পাল, বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান এবং তদন্ত (ওসি) মেহেদী মাসুদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন।নিহতের শাশুড়ি বলেন, গতকাল সোমবার রাতে সোহেল এর সাথে জেসমিনের ঝগড়া হয়। জেসমিন চাকুরী করবে আর সোহেল করতে দিবেনা। এ নিয়ে জেসমিনকে সোহেল জেসমিনের গাঁয়ে হাত তোলে।পরে জেসমিন রাগ করে নিজের ঘরে ঘুমাতে যায়। আর সোহেল পাশের ঘরে মেয়েকে নিয়ে ঘুমায়। সকালে উঠে দরজা লাগানো দেখে সোহেল ডাকাডাকি করে কোন শ্বাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে জেসমিন ফ‍্যানের সাথে ঝুলিয়ে আছে। সোহেলের ডাক চিৎকারে এসে দেখি জেসমিনের ঝুলন্ত লাশ।স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে সোহেলের সাথে জেসমিনের কলহ চলে আসছিল। মৃত্যুর আগেই সোহেলের উপর রাগ করে বাপের বাড়ীতে চলে গিয়েছিল। গত রবিবার কিম্বা সোমবার সোহেল শশুর বাড়ী থেকে জেসমিনকে নিয়ে আসে। নিয়ে আসার পরই এই ঘটনা।স্থানীয়রা আরও বলেন, সোহেল বউ থাকার পরও পাশের বাড়ীর এক গৃহবধুর সাথে পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছিলো যা সোহেলের বউ জেনে ফেলে এ নিয়ে বেশ কয়েক বার ইউনিয়ন পরিষদে দরবার হয়েছে।এ ব‍্যপারে বদলগাছী অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, নিহতের লাশ সুরুতহাল রিপোর্ট করে দুপুরে লাশ ময়নাতদন্তের জন‍্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব‍্যপারে নিয়মিত মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com