বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

News Headline :
ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মারিশ্যা-দীঘিনালা সড়কের মাটি সরে গিয়ে দূর্ভোগে জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছেঃ-নওগাঁর নবাগত ডিসি রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে শুটার রুবেল পাবনায় সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক মধুপুরে বৈষম্যবিরোধী ও কোটা আন্দোলনে নিহতদের স্মরণে  বিএনপির দোয়া  মাহফিল অনুষ্ঠিত  পাবনার হেমায়েতপুরে কারামুক্ত বিএনপি নেতা-কর্মীদের সংবর্ধনা ও আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন বাঘাইছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার ডোমারে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত পাবনার সুজানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথসভা অনুষ্ঠিত

বনহুগলী আমরা সবাই এর পরিচালনায় শ্রী শ্রী গনেশ পুজোর শুভ সূচনা

Reading Time: < 1 minute

শম্পা দাস,কলকাতা:
১৮ ই সেপ্টেম্বর সোমবার,একদিকে যখন বিশ্বকর্মা পুজোয় মেতে উঠেছে সারা দেশ, ঠিক সন্ধ‍্যা সাড়ে সাতটায় , বনহুগলী আমরা সবাই ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী গনেশ পূজোর শুভ সূচনা হলো, সুন্দর অনুষ্ঠান ও ধুমধাম এর মধ্য দিয়ে।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সাংসদ ও অধ্যাপক সৌগত রায়, বিধায়ক তাপস রায়, বরানগর পৌরসভার পৌরমাতা শ্রীমতি অপর্ণা মৌলিক, উপ পৌরপিতা দিলীপ নারায়ণ বসু ,কামারহাটির বিধায়ক মদন মিত্র। বরানগর পৌরসভার সিআইসি অঞ্জন পাল, বিশ্বজিৎ বর্ধন, রামকৃষ্ণ পাল, পৌর মাতা শম্পা চন্দ্র, পৌর প্রতিনিধি শান্তনু মজুমদার,এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি নারায়ণ ঘোষ, যুগ্ম কার্যকারী সভাপতি সুজিত ঘোষ, সতীশ সিং, যুগ্ম সম্পাদক পার্থ সরকার, সৌমেন মজুমদার, সহ-সভাপতি মন্ডলীদের মধ্যে ছিলেন দিবাকর ,অমিতাভ, রাজেশ, সুদীপ্ত হালদার ,জয়চাঁদ দোলুই, পিন্টু ,প্রীতম, সুব্রত ও এলাকার সকল অধিবাসীবৃন্দ,সকল অতিথির উপস্থিতিতে এবং বিধায়কের উপস্থিতিতে এই প্রতিমার শুভ সূচনা হয়, ফিতে কাটার মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে, এরপর মঞ্চে একে একে অতিথিদের ব্যাচ উত্তরীয় পড়িয়ে এবং হাতে ফুলের স্তবক দিয়ে সম্মানিত করেন,প্রতিবছরের ন্যায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বনহুগলী আমরা সবাই ক্লাব ,বিটি রোডের সংযোগস্থলে এরকম একটি সুন্দর গণেশ পুজো করেন , শুধু তাই নয়, এই পুজোয় ভোগ বিতরন থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন,একদিকে আজ বিশ্বকর্মা পুজো আর সকাল হলেই শুরু হয়ে যাবে গণেশ পুজোর আরাধনা, ১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার, মেতে উঠবে বিভিন্ন এলাকার মানুষ গনেশ পূজোয় ,আর তারই তোড়জোড় চলছে আজ এবং তার সাথে সাথে বেশ কিছু জায়গার একইভাবে শুভ সূচনা,আমরা সবাই ক্লাব শুধু পূজো নিয়েই সারা বছর থেমে থাকেন না ,তারা বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন এবং এলাকার মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।, দুস্থ মানুষদের পাশে এগিয়ে যান । আজ এই গণেশ পূজোর শুভ সূচনা সকল এলাকাবাসীকে শুভেচ্ছা জানালেন, সুন্দরভাবে ক্লাবের পাশে থেকে সহযোগিতা করার জন্য।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com