বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
২৬ শে অক্টোবর বৃহস্পতিবার, কলকাতার অ্যাক্রোপলিশ এর সিনেপলিশ প্রেক্ষাগৃহে , বাংলাদেশের সাড়া জাগানো চলচ্চিত্র,, মুজিব,,, এর শুভ সূচনা হলো ,,আগামীকাল ২৭শে অক্টোবর থেকে থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব, মেকিং অফ আ নেমানের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, চলচ্চিত্রটির পরিচালক শ্যাম বেনেগালের আরেকটি অসাধারণ কাজ, যা শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের জীবনের বর্ণনা নিয়ে তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের জন্মের খেতে গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু মহান নেতার এমন একটি দিকো উন্মোচন করে যা বিশ্বের কাছে অনেকটাই অজানা,এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ,,,নুসরাত ইমরোজ তিশা,, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, রিয়াজ আহমেদ, ফজলুর রহমান বাবু ,তৌকির আহমেদ এবং সিয়াম আহমেদ সহ অন্যান্যরা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা অরিন্দম, এবং লামা সহ অন্যান্যরা।এন এফ ডি সি প্যানোরামা ষ্টুডিও ইন্টারন্যাশনাল এর সাথে ভারত বিদেশে মুক্তির জন্য চুক্তিবদ্ধ এই ছবিটি, প্রথম ১৩ই অক্টোবর বাংলাদেশে এই ছবিটি মুক্তি পায়, বাংলাদেশের সারা জাগানোর পর আজ কলকাতায় পুনরায় শুভ সূচনা হলো, আগামীকাল থেকে বিভিন্ন হলে মুক্তি পাবে,ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া এবং বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এর যৌথভাবে প্রযোজিত দুই দেশের মধ্যে প্রথম সহ প্রযোজনার ভিত্তিতে মুজিব তৈরি করা হয়েছে।
বাংলাদেশের মহান নেতা মুজিবকে নিয়ে যেভাবে চলচ্চিত্রটি তৈরি হয়েছে, সত্যিই অসাধারণ ,পরিচালক শ্যাম বেনেগাল যেভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে পরিচালনা করেছেন, মানুষের মন ও হৃদয় ছুঁয়ে গেছে, এই কিংবদন্তি রাজনীতিবিদ তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চোখের মাধ্যমে পর্দায় চিত্রিত করা হয়েছে,,, শুধু তাই নয়, রাজনীতির সাথে সাথে, ফ্যামিলিদের সাথে নিয়ে কিভাবে তিনি তাহার রাজনীতি চালিয়ে গিয়েছেন তার বর্ণনাও এই ছবির মধ্যে তুলে ধরেছিলেন, এবং বাংলাদেশকে স্বাধীন করার জন্য, নিজের জীবনকে আত্ম বলিদান করলেন ,,তার পুঙ্খানুপুঙ্খ চরিত্রটি আজ ফুটে উঠেছে এই চলচ্চিত্রের মাধ্যমে। এক কথায় দর্শকরা ও সিনেমা প্রেমীরা মুগ্ধ।