বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘায় অপহৃত নাবালিকা’কে (১৪) উদ্ধার করেছে র্যাব-৫। এ সময় অপহরণের মূলহোতা-সহ ৩জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিাল সাড়ে ৪টায় বাঘা থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: রাজশাহীর বাঘা থানাধীন পাকুরিয়া (বেল্লালের মোড়) এলাকার মৃত আঃ কুদ্দুসের দুই ছেলে মোঃ আশিক(২২) ও মোঃ আলমগীর হোসেন (২৫), একই এলাকার আখের আলীর ছেলে মোঃ সামছুল (৫০)।
মঙ্গলবার বিকালে র্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, গ্রেফতারকৃতরা জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার মামলা নং- ২২/৪৬১, তাং- ০৮/০৮/২০২৩ মামলার এজাহারনামীয় আসামী। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত স্বীকার করে নাবালিকাকে (১৪) অপহরণ করে আত্বগোপনে ছিল।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।