রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও সাজেক পরিবহনের সংঘর্ষে মনিমা ঘোষ(৬৫) ও প্রীতি বালা (৪৫) নামে ২নারী নিহত হয়েছেন। নিহতরা খাগড়াছড়ি বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বুধবার(২১ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের সাপমারা এলাকায় এ দূঘর্টনাটি ঘটে। জানা যায়, নওগাঁ থেকে সাজেকের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (রকি পরিবহন ঢাকা মেট্রো-ব-১৫-৯৬৮১) ও খাগড়াছড়ি থেকে ছেড়ে যাওয়া সাজেক পরিবহন নামে যাত্রীবাহী পিকআপ চট্ট-মেট্রো ন-১১-৫০৬৬ সাপমারা এলাকায় মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সাজেক পরিবহনের ১০-১২জন যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা থানা পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতলে ভর্তি করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা ২জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাস চালক নজরুল ইসলামকে আটক করা হয়েছে। গাড়ি ২টি থানা হেফাজতে রয়েছে। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।