মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
প্রেস বিজ্ঞপ্তি:
বিগত ১৫ বছরে বিড়ি শিল্পের উপর কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগের বৈষম্যনীতির কারনে এই শিল্পের সংশ্লিষ্ঠ কারখানাগুলো প্রতিনিয়ত বন্ধ হয়ে যাওয়ায় একদিকে যেমন বাড়ছে বেকারত্বের হার অন্যদিকে অবৈধ প্রতিষ্ঠানের দৈরত্বে বৈধ কারখানাগুলো বন্ধ হওয়ার কারনে সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় এই শিল্পের সংশ্লিষ্ঠরা । এরই প্রতিবাদে আজ বেলা ১১টার সময়৬দফা দাবিতে কুষ্টিয়ার কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগের সামনে মানববন্ধন ও স্বারকলীপি প্রদান করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন । বর্তমানে দেশে ১০৬টি বিড়ি কারখানার উপর জীবিকা নির্বাহ করছে ২৫ লাখের অধিক বিড়ি শ্রমিক। বিড়ি শ্রমিকের বেশিরভাগ সমাজের অসহায়-অবহেলিত , শারীরিক প্রতিবন্ধি ও মহিলা হওয়ায় অন্য পেশায় তাদের সুযোগও অনেক কম । কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগের বৈষম্যনীতির পাশাপাশি কিছু অসাধু কর্মকর্তার কারনে এই শিল্পের সংশ্লিষ্ঠ বৈধ কারখানাগুলো প্রতিনিয়ত বন্ধ হয়ে যাওয়ায় একদিকে যেমন বাড়ছে বেকারত্বের হার অন্যদিকে হারাচ্ছে সরকার রাজস্ব । বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিমুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা ,শ্রম বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন এমকে বাঙালী ,সভাপতি. বিড়ি শ্রমিক ফেডারেশন , মো: আব্দুর রহমান ,সাধারন সম্পাদক, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন , মো হারিক হোসেন ,যুগ্ম সম্পাদক , বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন এছাড়াও সংগঠনটির জাতীয় ও আঞ্চলিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। নকল বিড়ি ও নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বন্ধ করতে হবে ।শুল্ক ফাঁকি দেয়া অবৈধ বিড়ি কারখানা বন্ধে কাস্টমস কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ ।বিড়ির উপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার ।অনলাইনে লাইসেন্স দেয়া বিড়ি মালিকদের থেকে রাজস্ব আহরণে কাস্টমস কর্তৃপক্ষকে যথার্থ ব্যবস্থা গ্রহণ ।শ্রমিকদের সপ্তাহের ছয় দিন কাজের ব্যবস্থা ।তামাকজাত দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে প্রান্তিক ও নিম্ন আয়ের ব্যবসায়ী ও দোকানিদের লাইসেন্সের আওতায় না এনে শুধুমাত্র ডিলার / পরিভাষকদের লাইসেন্সের আওতায় আনা এই ৬দফা দাবি আদায়ের জন্য আজ কুষ্টিয়ার কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগের সামনে মানববন্ধনে বিড়ি শ্রমিক নেতারা এমটাই দাবি জানান। কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগের বৈষম্যনীতি ও কিছু অসাধু কর্মকর্তার কারনে এই শিল্পের সংশ্লিষ্ঠ বৈধ কারখানাগুলো আজ যে বন্ধ হওয়ার উপক্রম এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দলনের হুশিয়ারি দেন তারা। নিজেদের ৬দফা দাবি আদায়ের জন্য মানববন্ধন শেষে ভ্যাট বিভাগ কুষ্টিয়াতে স্বারকলীপি প্রদান করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ।