রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে আ’লীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ৯ নওগাঁর ১নং ভাঁরশো ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ আহত ২ রাজশাহীর পুঠিয়ায় ইটের মাপ কমিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাবনায় বালুবাহি ট্রলি চাঁপায় পুলিশ সদস্য নিহত ১জন আহত আটক ২জন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’র নতুন কমিটি গঠন রাজশাহীতে ভরা মৌসুমে সারের তীব্র সংকট! আলু বীজ রোপণ করতে পারছেন না চাষিরা! দৈনিক আজকালের খবর পত্রিকা’র সাংবাদিক না ফেরার দেশে চলে গেলেন আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা চেক বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এশিয়াটিক সোসাইটির প্রেক্ষাগৃহে একটি প্রদর্শনীর আয়োজন

Reading Time: 2 minutes

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
৯ই আগস্ট, বুধবার বিকেল সাড়ে চারটায়, সল্টলেকের এশিয়াটিক সোসাইটির রাজেন্দ্র লাল প্রেক্ষাগৃহে ,বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একটি সুন্দর প্রদর্শনীর আয়োজন করেন এবং শুভ সূচনা করেন, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। এই প্রদর্শনী চলবে ৯ই আগস্ট থেকে ১৪ই আগস্ট পর্যন্ত, প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দেখার সুযোগ থাকছে।এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রফেসর স্বপন কুমার প্রামানিক, উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটি সাধারণ সম্পাদক ডক্টর সত্যব্রত চক্রবর্তী, উপস্থিত ছিলেন অশোক কান্তি সানিয়াল ট্রেজারার এশিয়াটিক সোসাইটির, উপস্থিত ছিলেন স্পেশাল গেস্ট মিস্টার কেভিন গো,, ডেপুটি কাউন্সিলর জেনারেল কনসাল্ট অফ অস্ট্রেলিয়া ইন কলকাতা, এছাড়াও স্পেশাল দেশ ছিলেন মিস্টার রুবে পানচু ধুরী অ্যাডভাইজার এন্ড প্রেসিডেন্ট, উপস্থিত ছিলেন বি কাফের চেয়ারপারসন মিস রীনা দেওয়ান সহ অন্যান্যরা,এই প্রদর্শনীতে পরিবেশিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ পৌরাণিক কাহিনী এবং আদিবাসী সম্প্রদায়ের জীবনকে উপভোগ করার অন্যান্য পটো চিত্র, এশিয়াটিক সোসাইটির সাথে সহযোগিতায় বি কাফে উপজাতীয় গল্প এবং আদিবাসী জ্ঞানে্য একটি প্রদর্শনী এবং আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরেছেন,এই সকল ফটো চিত্তে জৈব রং ব্যবহার করার অনুশীলন সহ তাদের লাল ির সংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতাকে সম্মুখীন করাই এর উদ্দেশ্য।এই অসাধারণ শিল্পরূপ উপজাতীয় গল্প এবং জৈব রঙের ব্যবহারের ঐতিহ্যক্ষণের তাৎপর্য কে স্বীকৃতি দিয়ে বি কাফে গবেষণার কাজ করছে। বলে জানা যায়। এবং উন্নয়ন কর্মসূচির পরিকল্পনাও করছেন।, এবং সূক্ষ্ম গবেষণা এবং ক্ষেত্রসমীক্ষার মাধ্যমে বি ক্যাপে সম্প্রদায়ের মুখোমুখি হওয়া গুরুত্বপূর্ণ সমস্যা গুলি চিহ্নিত করতে পেরেছেন এবং ফাউন্ডেশন আবিষ্কার করেছে যে কারিগরদের অর্থনৈতিক অবস্থা চ্যালেঞ্জিং তাদের শৈল্পিক অনুশীলন টিকিয়ে রাখার ক্ষমতাকে বাধাগ্রস্ত করছে,এছাড়াও বলেন পটো চিত্তের অন্তর্নিহিত জৈব রঙের ঐতিহ্য গত ব্যবহার, সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে যায়। এই সমস্যাগুলির সমাধানের জন্য বি কাফে কারিগরদের অর্থনৈতিক অবস্থা উন্নতি করার লক্ষ্যে সক্ষমতা নির্মাণ কর্মসূচি, কর্মশালা এবং আর্ট রেসিডেন্সি প্রোগ্রামের আয়োজন করে। এবং পটোচিত্র চিত্রকলার শিল্প প্রজন্মের প্রজন্ম ধরে চলে গেছে, একটি আনুষ্ঠানিক স্কুল বা পদ্ধতিগত সংরক্ষণের অভাব রয়েছে, যা সময়ের সাথে সাথে কিছু মূল্যবান শিল্পকর্মের ক্ষতির দিকে পরিচালিত করে।বিশিষ্ট শিল্প ইতিহাসবিদদের সহযোগিতায় এবং বি কাফে দলের নিরলস গবেষণা প্রচেষ্টার জন্য ধন্যবাদ, একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে।সময়ের সাথে হারিয়ে যাওয়া সহ পটুয়াদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সময়, আমরা জৈব রঙে তৈরি পটচিত্র গুলির সম্পূর্ণ সিরিজ সফলভাবে পেয়েছি।মিসেস রীনা দেওয়ান চেয়ারপারসন ,বি সি এ এফ এবং প্রেসিডেন্ট ডাবলু বি এল সি ডাবলু আই সি সি আই উদ্ধৃত করেছেন আমরা এই অসামান্য প্রচেষ্টার অংশ হতে পেরে উচ্চশিত এটা অবাস্তব যে ১৮ মাসের ব্যবধানে এই কঠিন কাজটি অর্জন করতে পেরেছি আমি মহিলা কারিগরদের সামনে আনতে ডব্লিউ আই সি সি আই ভূমিকার জন্য অপেক্ষা করছি। আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার কিছু পটচিত্র এইভাবে মানুষের কাছে ছড়িয়ে দিতে আমরা চেষ্টা করছি,এবং বিভিন্ন পটোচিত্র তৈরি করার, যাহা আদিবাসী সমাজের বেশ কিছু জীবনযাপনের ছবি তুলে ধরতে পারি, এর সাথে সাথেই মিডিয়া বন্ধুদের কাছেও আমরা কৃতজ্ঞ, যে তারা আমাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের এই প্রদর্শনী ও মূল্যবান কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com