বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
৪ঠা আগস্ট শুক্রবার, বিকেল পাঁচটায় কলকাতা প্রেসক্লাবে আয়োজন করেন সমস্ত প্রেস বন্ধু ও সংগঠনের সকল অতিথিদের নিয়ে।মঞ্চে উপস্থিত ছিলেন রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের কর্ণধার সূর্য্য সিনহা, উপস্থিত ছিলেন বসাক ইন্টেরিয়র এর কর্ণধার সঞ্জীব বসাক, উপস্থিত ছিলেন অভিজিৎ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ, ডিরেক্টর পরিচালক, সুরকার বিষয়, তেরোই আগস্ট নজরুল মঞ্চে যে বেঙ্গলি ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে চলেছে তাহা পর্যালোচনা করা এবং একটি টাইটেল সঙ উন্মোচন করা,রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের সহযোগিতায় এবং অভিজিৎ গুপ্তর উদ্যোগে, ওটিটি প্লাটফর্মে শুরু হবে বেঙ্গলি ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ড ২০২৩।এই বিষয়ে সাংবাদিক সামনে সংক্ষিপ্তভাবে বললেন উদ্যোক্তা অভিজিৎ গুপ্তা এবং সূর্য্য সিনহা মহাশয়,
আমাদের এই বেঙ্গলি ফিল্ম এন্ড টেলিভিশন আ্যওয়ার্ড ২০১৯ এ প্রস্তুতি শুরু হয়েছিল কিন্তু এমন একটি মারাত্মক রোগ পশ্চিমবঙ্গের বুকে নেমে এসেছিল যেখানে অনেক মানুষকে হারাতে হয়েছে আর সেই কারণেই আমাদের এই অ্যাওয়ার্ড বন্ধ হয়ে গিয়েছিল। আমরা পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমাদের মনে সেই স্বপ্নটা থেকেই গিয়েছিল, আজ যেটা সবার সহযোগিতায় বাস্তবায়িত হতে চলেছে এবং সমস্ত মিডিয়া বন্ধুদের সহযোগিতা এই মুহূর্তে আমাদের কাছে একান্ত কাম্য।
টেলিভিশনের পর্দায় ও সিনেমায় আমরা বহু শিল্পীদের ও আর্টিস্টদের অভিনয় কাজ গান এবং ডিজাইন দেখে থাকি কিন্তু তারা সেইভাবে সম্মানিত হয়নি, সেই সকল শিল্পীদের উদ্দেশ্যে এবং অভিনেতা অভিনেত্রীদের উদ্দেশ্যেই আমরা এই আয়োজন করেছি যেটা তেরোই আগস্ট নজরুল মঞ্চে সবার সহযোগিতায় প্রকাশ। এবং আমরা সমস্ত ধরনের শিল্পী অভিনেতা অভিনেত্রী এমনকি লেখক পরিচালক তাদের হাতে এই সম্মান তুলে দেব।, আমরা হয়তো সবাইকে এই সম্মান দিতে পারব না তবুও আমরা সবার সহযোগের চেষ্টা করেছি 45 জনের মতো অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে শিল্পীদের হাতেই সম্মান তুলে দেব।আমরা যেমন , পুরস্কৃত তুলে দেব, টিভি সিরিয়ালের সেরা সম্পাদক, চলচ্চিত্রের সেরা সম্পাদক, টিভি সিরিয়ালের সেরা সাউন্ড, ফিল্মের সেরা চিত্রগ্রাহক, ফিল্মের সেরা মেকআপ আর্টিস্ট, সেরা অভিনেতা ,সেরা অভিনেত্রী, টিভি সিরিয়ালের সেরা শিশু শিল্পী, রিয়েলিটি শো সেরা পরিচালক, টিভি সিরিয়ালের সেরা লেখক, ফিল্মের সেরা গীতিকার, ফিল্মের সেরা সাউন্ড ডিজাইনার ,সহ অন্যান্য দেরও, বহু প্রচেষ্টার পর এটাই আমাদের প্রথম পথচলা তবে আমরা চেষ্টা করব আরো কিছুকে দেওয়ার, এবং প্রত্যেককে উৎসাহিত করা, এই সম্মান সকল অভিনেতা, অভিনেত্রী ,লেখক, পরিচালক সবার মনোবল ও পথচলা সুদৃঢ় হবে