মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
যখন যে দিকে হাওয়া সেদিকেই পাল ধরে মিস্টার। একুশে ফেব্রুয়ারি আসলে পশরা সাজিয়ে বসে একুশে ফেব্রুয়ারির দুঃখ মাখা সব ব্যাচ। পচিশে মার্চ আসলে স্বাধীনতার পতাকা, ব্যাচ, তেমনি বিজয় দিবসের কয়েকদিন আগে থেকেই শুরু করেন পতাকা তৈরির ব্যাবস্থা। সোজা কথা কখন কোন অনুষ্ঠানে জনসাধারণের মধ্যে কি চাহিদা, সেটা বুঝেই ব্যাবস্থা নেয় মিস্টার। ফলে লাভের অংকটা আর লোকসানে পৌছায়না। কথা গুলো বললেন মিস্টার, ধুনট উপজেলার গেটে। ১২ নভেম্বর ছিল, ধুনট উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের দিন। তাই সুযোগ বুঝে দশটি ইউনিয়নের চেয়ারম্যানদের ছবি সম্বলিত মার্কা সহ কোর্ট পিন ছিল এ দিনের প্রধান আকর্ষণ। পাশাপাশি নিয়ে এসেছিলেন সকল প্রকার মার্কার কোর্ট পিন। বুঝতে পেরেছিলেন সকল প্রতিদ্বন্ধী প্রার্থীর ভক্ত বা কর্মীদের এই কোর্টপিন, মাস্ক, ফ্ল্যাগ ইত্যাদি প্রয়োজন পরবে। একমেয়ের জনক মিস্টার এভাবেই বাজার গবেষণা করে দিনের পর দিন এধরণের ব্যাবসা করে আসছেন। দাবা খেলাও নাকি বেশ পারে বুঝে। মিস্টার এর এরকম ব্যাবসার কথা জিজ্ঞেস করতেই আনন্দচিত্তে জানালেন এলাকায় কখন কোথায় কি অনুষ্ঠান হবে জেনে নিয়ে, সেখানে কোন ধরনের পণ্য প্রয়োজন হবে তার ব্যাবস্থা করে সে। বিক্রিও বেশ ভালই হয়। এভাবেই চলছে তাদের তিনজন সদস্যর সংসার।