সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মো: ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিল থেকে নিখোঁজের ৪দিন পর হাবিবুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের রাজামারিয়া কান্দির চাতল বিল থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে হাবিবুর রহমান তার বাড়ির দক্ষিন পাশের চাতল বিলে গোসল করতে যায়। তারপর থেকে হাবিবুর রহমান নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও হাবিবুর রহমানের কোন সন্ধান পায়নি। এছাড়া এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কয়েকজন লোক রাজামারিয়া কান্দি রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় চাতল বিলে হাবিবুর রহমানের অর্ধগলিত লাশ ভাসতে দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে জানালে পরিবারের লোকেরা পুলিশকে সাথে নিয়ে গিয়ে হাবিবুর রহমানের লাশটি শনাক্ত করেন। পরবর্তীতে লাশ উদ্ধার করে রাতে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।