মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
British Language Club & IELTS Test Centre ভেন্যুতে Kids’ & Young Learners’ British & American English 12 Skills Int’l কোর্সের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং প্রাক্তন শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ ও কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা, অক্ট্রয় মোড়ে অবস্থিত British Language Club & IELTS Test Centre- এ অনুষ্ঠান অনষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঠিকভাবে ইংরেজি ভাষা শিক্ষার বিষযে গুরুত্বপূর্ণ লেকচার প্রদান করেন অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। এছাড়াও একাডেমিক শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, এমইএ লর্ড (চেয়ারম্যান) কেএন ভিক্টরিয়া (এক্সকি্টউটিভ ডাইরেক্টর), সহকারী পরিচালক মুমতাইনা আলী আরসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ রাহিদুজ্জামান (সিভিল ইঞ্জিনিয়ার) সহকারী শিক্ষক (রুয়েট) ও নাফিসা মৌ (রাবি) এডমিন অফিসার। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে বরণ করা হয়। প্রাক্তনকৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রগণকারীদর মাঝে পুরষ্কারবিতরণ করা হয়।