মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ সিজার ও সবুজ নামের দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে মহানগরীর মতিহার থানার ট্রাফিক মোড়ের মাজেদা কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করে এসআই পলাশ ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের শরীর তল্লাশী করে ছোট প্যান্টের ভেতর থেকে ৪২২পিস মরন নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: সিজার (২৩), সে মহানগরীর হাদির মোড় (বাজে কাজলা) নদীরধার এলাকার আতাহার আলীর ছেলে ও তার সহযোগী মাদক কারবারী রিক্সাচালক একই এলাকার জাবেরের ছেলে সবুজ। মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই পলাশ জানায়, রবিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি একটি অটো-রিক্সায় যাত্রীবেশে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে জনৈক ব্যক্তি তালাইমারীর দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে তালাইমারী মাজেদা কমপ্লেক্সের সামনে অবস্থান করি। পরে বর্নিত রিক্সাটি আসতে দেখে চালাককে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ছোটপ্যান্টের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি অটো-রিক্সা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, সিজার প্রধান মাদক কারবারী ও সবুজ তার সহযোগী মাদক কারবারী ও রিক্সা চালক। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় এসআই পলাশ।