আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ২৭ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজার প্রস্তুতি মূলক সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে সভা শুরু হয়। জানা যায় এবার মধুপুর উপজেলায় ৫০টি পূজা মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি মন্ডপে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হওয়ার আশ্বাস রেখে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সহকারী কমিশনার ভূমি মো.জাকির হোসেন, মধুপুর থানার ওসি তদন্ত মুরাদ হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার সহ অন্যান্য নেতৃবুন্দ। সভায় মধুপুর উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।