রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, ঢাকা :
হাবিবুর রহমান হাবিব সভাপতি ও হাসান জাফির তুহিন ‘পাবনা সমিতি’ ঢাকার সাধারণ সম্পাদক নির্বাচিত। শতবর্ষীয় ঐতিহ্যবাহী সংগঠন ঢাকাস্থ ‘পাবনা সমিতি’র সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পাবনার আরেক কৃতি সন্তান জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন।
শনিবার (৩০নভেম্বর) ঢাকার শান্তিবাগ-৮/১ এ অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ের (পাবনা ভবন) হল রুমে অনুষ্ঠিত এক সভায় তাদের এ পদে নির্বাচিত করা হয়।
সভায় সমিতির সাধারণ সদস্য, আজীবন সদস্য ও শুভাকাঙ্খী সহ পাঁচ শতাধিক লোক উপস্থিত ছিলেন।