রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:০২ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেস রায়,কলকাতা:
২৪ শে জুলাই,সোমবার সকাল সাড়ে দশটায়,মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং টালিগঞ্জের বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে ও শিল্পী সংসদের পরিচালনায়, আজ মহানায়ক উত্তম কুমারের তিরোধান দিবস পালন করলেন , তার প্রতিকৃতিতে মাল্যদান করলেন মাননীয় বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়,। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেন, উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী রত্না ঘোষাল, অভিনেতা দেবদূত, সঞ্চালক সতীনাথ মুখোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য শিল্পী বৃন্দ এবং এলাকার কাউন্সিলরগণ। ও মহানায়কের পরিবারের মহুয়া চ্যাটার্জী ।সকলেই সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে একটি কথায় তুলে ধরলেন, মহানায়ক মহানায়কই থাকে, তাকে কেউ ভুলতে পারেনা, কারণ তার অভিনয় ,তার ছবি, তার চাওনি, মানুষকে সবসময় উদ্বেলিত করে, মানুষকে মনে করিয়ে দেয় এই দিনটিকে। আজও সিনেমা প্রেমী মানুষের মনে কথায় কথায় ভেসে আসে উত্তম কুমারের বইয়ের সেই গানগুলি এবং বইয়ের ঘটনাগুলো, অনেক নতুন শিল্পী অভিনেতা অভিনেত্রী হয়তো এখনকার সিনেমায় এসেছে। কিন্তু নায়িকা অনেক তৈরী হয়েছে, নায়ক কেউ উত্তম কুমার হতে পারেনি, আর কোনদিন পারবেও না। একটা সাধারণ মানুষ থেকে যে উত্তম কুমার হয়েছেন আজ তাকেই শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছেন, যাতে শিল্পী অভিনেত্রীরা কাজ করে তাদের নিজের প্রতিভাকে তুলে ধরতে পারে এবং বাংলা সিনেমাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, শিল্পী জগত ও অভিনেতা-অভিনেত্রীরা আরো ভালো কাজ করতে পারে, তার দিকে নজর দিচ্ছেন। বক্তৃতার মধ্য দিয়ে অনেক অভিনেতা অভিনেত্রী বলেন আমাদের আফসোস রয়ে গিয়েছে তখন আমরা অভিনয় করেছি কিন্তু উত্তম কুমারের সাথে করতে পারিনি। আবার অভিনেত্রী রতনা ঘোষাল বলেন, উনার সাথে বই করাটা ভাগ্যের ব্যাপার যারা উনার সাথে বই করেছেন আজও তারা দাদাকে ভুলতে পারেননি। একটা কথাই বলেন দাদার এত যে প্রতিভা, আমরা কেউ ধরতে পারিনি কোনদিন।উত্তম কুমারের অভিনীত বেশ কয়েকটি বই আজও মানুষকে মনে করিয়ে দেয় এবং যতবার বইগুলি ফিরে ফিরে আসে সিনেমা প্রেমী মানুষরা দেখতে ভুলে না। শুধু তাই নয় উত্তম কুমারের বইয়ে যে সকল শিল্পীরা গানগুলি গেয়েছেন সেই সকল গানগুলিও মানুষের কন্ঠে আজও ভেসে আসে।