রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
২৭ শে আগস্ট ২০২৩, কলকাতার ম্যারিয়টের ফেয়ার ফিল্ডে অনুষ্ঠিত হলো, এম ডি জে কাপল নাম্বার ওয়ান সিজন টু প্রতিযোগিতা,মহাবীর দানওয়ার জুয়েলার্স কাপল নাম্বার ওয়ান ,প্রতিযোগিতা নামে একটি যমকালো অনুষ্ঠানের আয়োজন করে দম্পতিদের আলাদা আনন্দ উৎসাহ যুগিয়েছে, এই প্রতিযোগিতাটি দীর্ঘ তিন মাসের প্রতিযোগিতা ছিল এবং সেখান থেকে 12 জন দম্পতি গ্র্যান্ড ফিনানের জন্য বেছে নেওয়া হয়েছিল,এম ডি জে কাপল নাম্বার ওয়ান সিজন টু প্রতিযোগিতা তেরোই জুন ২০২৩ পথচলা শুরু করে প্রতিযোগিতার মধ্য দিয়ে, আজ সেখান থেকেই ১২ জন প্রতিযোগীকে বেছে নিয়ে গ্র্যান্ড ফিনালে সবার সামনে রানার আপদের বিচার করলেন এবং সম্মানে ভূষিত করলেন।এই অনুষ্ঠানটি খুবই জাকজমকপূর্ণ হয়েছে এবং সবার মন জয় করে নিয়েছে, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিনেত্রী রিচা শর্মা, প্রীতি আগরওয়াল কেটলের স্পোটসে ভারতের প্রথম এবং একমাত্র পাঁচ বার মহিলা বিশ্বচ্যাম্পিয়ন শিবানী আয়গরওয়াল, নয়না মোর সেলিব্রেটি মোটিভেশনাল স্পিকার, সবিতা সোনি জুয়েলারী ডিজাইনার, এছাড়া উপস্থিত ছিলেন শ্রী বিজয় সোনি ডিরেক্টর মহাবীর দানওয়ার জুয়েলার্স, শ্রী অরবিন্দ সোনি ডিরেক্টর মহাবীর দানওয়ার জুয়েলার্স, শ্রী সন্দীপ সোনি ডিরেক্টর মহাবীর দানওয়ার জুয়েলার্স এবং শ্রী অমিত সোনি ডিরেক্টর মহাবীর দানওয়ার জুয়েলার্স, ও অন্যান্যরা,বিজয়ীদের তালিকায় কাপল নাম্বার ওয়ান, সিজন টু এ প্রীতি ও সুপ্রিম লোধা বিজয়ী, প্রিয়াঙ্কা ও রবি প্রথম রানার আপ, চার্বি এবং ভীরাজ দ্বিতীয় রানার আপ।এই প্রতিযোগিতায় পুরুষদের ব্র্যান্ড পুনম কাসে রায়ের অসামান্য পোশাক দেখা যাবে, কারণ পুরুষ পোশাকের অংশীদার এবং ইভেন্টি এক্সক্লুসিভ বুটিক সংস্থা স্যান এন্টারটেইনমেন্ট পরিচালনা করেছে, এই অনুষ্ঠানটি আনন্দদায়ক হিসেবে বিবেচিত হয় ,তবে রোমান্সকে পুনর্জীবিত করে এবং নিজেদের সঙ্গীকে প্রতিদিন উদযাপন করা ,ও এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ,এই চিন্তাকে মাথায় রেখে কাপল নাম্বার ওয়ান,, সিজন টু অনুষ্ঠিত হয়,অনুষ্ঠান শেষে, সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে সংবাদ মাধ্যমকে জানান শ্রী অরবিন্দ সোনি এবং শ্রী সন্দীপ সোনি মহাবীর দানওয়ার জুয়েলার্সের ডিরেক্টর, আমরা গত বছর কাপল নাম্বার ওয়ান পোস্ট করেছিলাম এবং আমরা এটিকে নতুন আকারে ফিরিয়ে আনতে পেরে যথেষ্ট আনন্দিত। এম ডি জে কাপল নাম্বার ওয়ান,, দম্পতিদের বন্ধন দৃঢ় করতে এবং তাদের মধ্যে আরও সাহচর্য বিকাশের জন্য এটি চমৎকার প্লাটফর্ম,, প্রতিদিন এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের আবেদন এসেছে, এবং কাপলদের মধ্যে উৎসাহ বেড়েছে, আশা করছি সিজন ৩ আরো ভালোভাবে মানুষের মন জয় করবে। এর সাথে সাথে সকল উৎসাহিত দর্শকদের কৃতজ্ঞতা জানাই তারা এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে আলোকিত করেছেন এবং আমাদের প্রেরণা যোগিয়েছেন বলে।