বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেস রায়,কলকাতা:
২রা নভেম্বর বৃহস্পতিবার বিকেল পাঁচটায়, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীন, রাজ্য চারুকলা পর্ষদের উদ্যোগে ও তথ্য সংস্কৃতি বিভাগের পরিচালনায়,, রবীন্দ্রসদন প্রাঙ্গণ ,একতারা মঞ্চ, গগনেন্দ্র কর্মশালা ও একাডেমি অফ ফাইন আর্টসে,, চারুকলা উৎসব ২০২৩ এর শুভ সূচনা ও মেলা প্রদর্শনীর আয়োজন করা হয়,, এই মেলা চলবে,, ২রা নভেম্বর থেকে নয় নভেম্বর পর্যন্ত এই মেলা চলবে,,
মঞ্চে উপস্থিত ছিলেন, অতিথি হিসাবে, তথ্য ও সংস্কৃতি এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ দাতা এবং পর্যটন বিভাগের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন, পর্ষদের সভাপতি শুভ্রপ্রসন্ন মহাশয়, তথ্য সংস্কৃতি বিভাগের সচিব শ্রী শান্তনু বসু ,আইএএস এবং বিশেষ সচিব তথ্য পদাধিকারের সংস্কৃতি অধিকর্তা শ্রী কৌশিক বসাক এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী যোগেন চৌধুরী মহাশয়, এবং উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথিরা যাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন,এই চারুকলা উৎসবের শুভ সূচনা করেন প্রদীপ প্রজ্জ্বলন ও একটি সুন্দর সংগীতের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়,, উদ্বোধন করেন যোগেন চৌধুরী মহাশয়,এরপর বিশেষ অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করেন,এরপর সম্মানীয় অতিথিদের হাত দিয়ে, একতারা মুক্ত মঞ্চের এই শুভ সূচনায় বিভিন্ন সম্মানে ভূষি হয়েছেন, এবং সম্মানিত করেন, সেগুলি হল,, মহাসম্মান, শিল্পী সম্মান,, শিল্পী ঐতিহাসিক ও কলা সমালোচক সম্মান এবং প্রদর্শনীতে শ্রেষ্ঠ শিল্প কর্মের জন্য নির্বাচিত তরুণ প্রতিভাবান শিল্পীদের চারুকলা পুরস্কার প্রদান করেন।একই সঙ্গে রবীন্দ্র সদন নন্দন প্রাঙ্গনে ,বিশিষ্ট অতিথি সহ 50 জনের অধিক শিল্পী একযোগে ছবি এঁকে চারুকলার মেলার শুভ সূচনা করেন। চারুকলা প্রদর্শন নীতি অংশগ্রহণকারী শিল্পীদের নির্বাচিত শিল্পকর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ চারটি শিল্পকর্ম কে পুরস্কৃত করা হয় পুরস্কারের অর্থ মূল্য পঞ্চাশ হাজার টাকা, পুরস্কার প্রাপক শিল্পীরা হলেন, পলাশ চন্দ্র বৈদ্য , মনোজ বৈদ্য, অভিষেক দাশ, সৌরভ রায়,এ বছরই প্রথম ১০ জন শিল্পী কে উৎকর্ষতার জন্য সার্টিফিকেট অফ মেরিট প্রদান করা হবে ,,যার আর্থিক মূল্য কুড়ি হাজার টাকা করে,,, এছাড়াও প্রকাশিত হয়েছে চারুকলা উৎসবের ক্যাটালগ ,,,গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় প্রথম স্তরে এ বছরে সম্মান প্রাপক আট জন,,,, এছাড়া তিনটি স্টলকে সেরা স্টল হিসাবে ১০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হবে, এ বছর ষাটটি স্টলের মধ্যে ১০ টি টেবিল রাজ্যের চারু শিল্পচর্চায় নিয়োজিত শিল্পীদের নিয়ে ৬৪ টি শিল্পীদল তাদের সৃষ্ট শিল্পকর্ম পরিদর্শন করবেন, এছাড়াও রয়েছে, মেলা প্রাঙ্গণে বিভিন্ন শিল্পীদের হাতে তৈরি ছবি স্টলে স্টলে ও রাজ্য তথ্য সংস্কৃতি বিভাগের বিভিন্ন বইয়ের স্টল ,থাকছে প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠান, ।