শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
করোনার এই মহাদুর্যোগের সময়ে মানবিক সেবায় মানুষের পাশে এগিয়ে এসেছে কুড়িগ্রাম প্রেসক্লাব ।
শহর বাসীর মহামারীর এই সময়ে অসহায় মানুষগুলো প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে কিংবা সহায়তা নিতে চাইলেই ফোন কলের মাধ্যমে কিংবা ফেইসবুক , ম্যাসেঞ্জার সহ সামাজিক যেকোনো মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ।
খাদ্যসহ স্বাস্থ্য সেবা পেতে চাইলে যোগাযোগ করার উদ্যার্ত আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম প্রেসক্লাবের কর্তৃপক্ষ ।
বুধবার (৭ এপ্রিল) সকালে প্রেসক্লাবের উদ্যোগে কিছু দুঃস্থ অসহায় মানুষদের মানবিক সহায়তা দেয়ার মাধ্যমে শুরু হয় এই বিশেষ কার্যক্রমের ।
প্রেসক্লাবের এই সহায়তা সেবা করোনাভাইরাস সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সবসময়ই চালু থাকার ঘোষণা দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লব। অসহায় মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য বিবেকবান সম্পদশালী সকলের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু বলেন, জেলাবাসীর ন্যায্য অধিকার আদায়ের জন্য কুড়িগ্রাম প্রেসক্লাব সবসময়ই নিবেদিত। করোনা সহ সব দুর্যোগে জেলাবাসীর পাশে ছিলাম, থাকবো।। মানবতার সেবায় নিবেদিত সেবকদেরও সহায়তার হাত বাড়িয়ে দেবার আহ্বান জানান।