admin
- ৩১ জানুয়ারী, ২০২৩ / ১০৭ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী মাসাপ্রু মারমা(৭) স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে লাশবাহী এ্যাম্বুলেন্সের চাপায় নিহত হয়েছে।
সোমবার(৩০ জানুয়ারী) সকাল ৯টায় গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসার পথে স্কুলের সামনেূ চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হতে গিয়ে লাশবাহী ঢাকামেট্রো-ছ-৭১-১৬৮১ এ্যাম্বুলেন্সের নীচে পড়ে যায়। এতে ছাত্রী গুরুতর আহত হলে তাকে দ্রুত উপজেলা হাসপাতালে আনলে চিকিৎসক ডা. মহিউদ্দিন মৃত্যু ঘোষণা করেন।
নিহত শিশুটি উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার কন্যা।
লাশবাহী এ্যাম্বুলেন্সটির চালক জনরোষ ঠেকাতে তাৎক্ষণিক এ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়। প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, আমি অফিসে অবস্থান কালীন মাঠে ছাত্রদের চেচামেচি শুনে বের হয়ে রাস্তায় অসংখ্য মানুষ আর পিচঢালা রাস্তা রক্তে একাকার দেখতে পাই। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন হাসপাতালে আসেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন করেন। তিনি জানান, লাশের অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া নেয়া হবে।