বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির গরমছড়ি গদিচন্দ্র পাড়ায় জীবন মালা ওরফে রুমি ত্রিপুরা (১৮) নামের এক কিশোরীকে কুপিয়ে হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়।
রবিবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং গরমছড়ি ওয়ার্ডের গদিচন্দ্র পাড়ায় প্রতিবেশী বুদক্তি ত্রিপুরা(৩০), স্বামী-পূর্ণ কুমার ত্রিপুরা এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রশীরাম ত্রিপুরার ছোট মেয়ে জীবনমালা ওরফে রুমি ত্রিপুরা(১৮)কে প্রতিবেশী বুদক্তি ত্রিপুরা (৩০) উঠান থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র(দা) দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে মাথার চুল কেটে ও কাপড় আলাদা করে লাশ বাড়ির পাশে পুঁতে রাখে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রতিবেশী নারী বুদক্তি ত্রিপুরা (৩০) কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহতের মা সুজিরং ত্রিপুরা বলেন, সকাল দুই মেয়েকে বাড়িতে রেখে পানি আনতে পাহাড়ের নিচে যাই, এ সময় বুদক্তি আমার মেয়েকে ডেকে নিয়ে চুল ধরে মাটিতে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত প্রতিবেশী বুদক্তি ত্রিপুরা(৩০)কে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।