শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
ফজলুল করিম সবুজ, নওগাঁ :
নওগাঁর মান্দায় বিলহিল্লার বিল প্রভাবশালী দখলদার কবল থেকে উন্মুক্ত রাখার দাবিতে মৎস্যজীবীরা সংবাদ সম্মেলন করেছেন।উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে জেলেপাড়ায় চৌজা গ্রামে শত শত মৎস্যজীবীরা এ সংবাদ সম্মেলন করেন। জানা যায়, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে প্রায় ৩ শত একর জমি নিয়ে বিলহিল্লার বিলটি অবস্থিত। বিলটি ২০২৩-২০২৪ অর্থ বছরে ৬ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে মৎস্যজীবী মোঃ খুসবর আলী, মোঃ কাজেম আলী, মোঃ রফিকুল, সুদাচন্দ্র দাস, মোঃ ওসমান, মোঃ ছাত্তার আলীসহ অনেকে জানান, যুগ যুগ ধরে বিলে মাছ ধরে এলাকার জেলে পরিবার গুলো জীবিকা নির্বাহ করে আসছিলেন। সম্প্রতি স্থানীয় প্রভাবশালীরা লিজ নেয়ার পর থেকে বিলটিতে মাছ ধরতে দিচ্ছে না। মাছ শিকার বন্ধ হওয়ায় জেলেরা তাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছেন। অবিলম্বে বিলটি উন্মুক্ত করে জেলেদের মাছ শিকাররে সুযোগ দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। লিজ প্রথা বাতিল সহ মৎস্যজীবীদের জন্য বিলটি উম্মুক্তের দাবিতে প্রশাসনের কোন সহযোগিতা না পেয়ে হতাশা প্রকাশ করেন সাথে প্রশাসন তাদের উপর নির্যাতন এর আভিযোগ করেন। ভূমিহীন মৎস্যজীবীদের জীবন জীবিকার জন্য বিলটি লিজ বাতিল করে পুর্বের ন্যায় উম্মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।