শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মায়ের উপর অভিমান করে ঘরের আড়ায় নিজের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্য মেয়ের।
খুলনা জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম।
খুলন ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বাজারে বাদুড়িয়া রোডে আমজাদ হোসেন (চিটি) শেখ এর ভাড়া বাসায় মায়ের ওপর অভিমান করে ঘরের আড়ায় নিজের ওড়না গলায় পেঁচিয়ে আম্বীয়া নামের ১৪ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে ।এমন ঘঠনা ঘঠেছে ১৮/০৪/২০২১ ইংরেজি তারিখ রবিবার আনুমানিক সকাল ৭•৩০মিনিটে। কিশোরীর মায়ের নাম রেখা বেগম এবংপিতার নাম হাফিজুর রহমান বলে জানা যায়। তাদের বর্তমান ঠিকানা কাঞ্চনপুর গ্রাম।
স্থানীয় লোকেরা থানায় ফোন দিলে খবর পেয়ে বেলা ১১টায় সরোজমিনে উপস্থিত হন ডুমুরিয়া থানার ওসি সাহেব ওবাইদুর রহমান এবং ডুমুরিয়া থানার এস আই অনিষ মন্ডল, মাগুরাঘোনা বিট পুলিশিং এ এস আই সোহেল রানা, নারী পুলিশ কনস্টেবল রোজিনা খাতুন সহ সঙ্গীয় ফোর্স।পরে ওসির নির্দেশে মৃত বেক্তির লাশ ময়না তদন্তের জন্য ডুমুরিয়া থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলমান।