শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
দেলোয়ার হোসেন তরফদার:
সিলেট বিভাগ ব্যুরো প্রধান। মৌলভীবাজার জেলায় কঠোর ল কডাউনে সরকারে আদেশ নিশেদ অমান্য করে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলা রাখতে দেখাযায়,একেকটি দোকানে তিন জন করে লোক থাকিয়া বাহির থেকে তালা লাগিয়ে ভিতরে কাষ্টমার ডোকায়,এভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে,যারা দোকানের বাহিরে অবস্তান করে তারা পথচারীদের মত গুরাফেরা ক রে দেখতে থাকে কখন ভ্রাম্যমাণ আদালত আসছে,এভাবে দূর থেকে ভ্রাম্যমান আদালত ব্যবসার প্রতিষ্ঠান কে চিন্তিত করে তাদের আইনের আওতায় এনে জরিমানা আদায় করা হচ্ছে।আজকে ৩১জুলাই রোজ৷ শ নিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৬ ঘটিকা পযন্ত ১৩ টি অভিযানে ৬৩টি মামলায় ৩১৮০০ টাকা জরিমানা আদায় ক রা হয়,এসব তথ্য নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা প্রশাসক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা আসমা উল হুসনা।