শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
দেলোয়ার হোসেন তরফদার, সিলেট :
মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান উদ্দেগ্যে শোকাবহ আগষ্ট মাসে মৌলভীবাজার স্কুল এবং কলেজের মেদাবী ছাত্র ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষা বৃওি দেওয়ার সিন্দান্ত নেন।গত ৪ আগষ্ট মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বঙ্গবন্দু শিক্ষা বৃওির আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মেহেদী হাসান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব,প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান,বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জনাব মল্লিকা দে উপ পরিচালক স্থানীয় সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওআইসিটি জনাব তানিয়া সুলতানা,, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার জনাব রুমানা ইয়াছিন, জনাব মোহাম্মদ ফজলুর রহমান জেলা শিক্ষা অফিসার মৌলভীবাজার, উক্ত অনুষ্ঠানে ৫০ জন ছাত্র ছাত্রীদের হাতে ২০০০ দুই হাজার টাকা করে চেক তুলে দেন,এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বঙ্গবন্দুর ইতিহাস সকল তুলে ধরেন এবং সবাই বঙ্গবন্দু স ম্পকে জানার এবং বুঝার উৎসাহিত করতে আজকে এই বঙ্গবন্দু শিক্ষাবৃওির আয়োজন করা হয়।সকল অতিথি একি বক্তব্য সবাই বঙ্গবন্ধু কে চিনতে হবে জানতে হবে,, বঙ্গবন্ধু কে লালন করতে হবে,তোমরা আগামী দিনের আলোর দিসারী। এ সময় অনেক অভিভাবক উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন।