শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

News Headline :
ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্ব ভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৪তম তিরোধান দিবস ২০২৪ উদযাপনের আজদ্বিতীয় দিন ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার ন্যায় বিচার পেলে আওয়ামী লীগের জীবনের স্বাদ মিটে যাবে-নওগাঁ জামায়াত আমির রাবি’তে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার ফুলবাড়ীতে বিএনপি‘র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২ পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসীদের গুলি ল্যাংড়া বিপু গুলিবিদ্ধ পাবনায় স্বপনের অফিস ভাংচুর করলেন শিমুল সমর্থক হামলা-পাল্টা হামলা পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

রংপুরে ‘আমাদের কণ্ঠস্বর আমাদের পছন্দ: নারী এবং যুব গণতান্ত্রিক নাগরিক স্থান’ শীর্ষক সংলাপ

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের পরিপন্থি। গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী ও ভিন্নমতাবলম্বীর মত রুখতে এই আইন স্বাধীনতার চেতনাবিরোধী। এই আইনের মাধ্যমে সংবিধান পরিপন্থি প্রক্রিয়ায় গণমাধ্যম, নাগরিক সমাজ তথা আপামর জনগণের জন্য আতঙ্ক ও নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি করা হয়েছে। কোনো সংশোধন নয়, ডিজিটাল নিরাপত্তা আইনটি পুরোপুরি বাতিল করতে হবে।
সোমবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিআরএস) হলরুমে আয়োজিত ‘আমাদের কণ্ঠস্বর আমাদের পছন্দ: নারী এবং যুব গণতান্ত্রিক নাগরিক স্থান’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়ন ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে ‘মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ‘আর্টিকেল নাইনটিন’। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ডিজিটাল নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল নয় বরং সংশোধন ও সংস্কার প্রয়োজন বলে দাবি করেন। তিনি বলেন, আইন কখনো কাউকে শায়েস্তা করার জন্য হয়নি। আইন হয়েছে দেশ, সমাজ ও মানুষের প্রয়োজনে। শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার প্রয়োজনে আইন তৈরি হয়। আমরা আজ যে স্বাধীনতা ভোগ করছি, তা মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয়েছে। কিন্তু আমাদের দেশাত্ববোধ ও দেশপ্রেমের ঘাটতির কারণে রাষ্ট্রবিরোধী অপশক্তিরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র, অপপ্রচার, অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে। তিনি আরও বলেন, আইনের কোনো দোষ দেখি না। আইন আইনের গতিতে চলছে, চলবে। আইনের অপব্যবহার থেকে বেরিয়ে আসতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেকভাবে কথাবার্তা হচ্ছে। কেউ এর পক্ষে, আবার কেউ এ আইনের বিপক্ষে। সাংবাদিক নেতাদের অনেকেই এই আইনের খসড়া তৈরির সময় মতামত দিয়েছে। তাদের প্রস্তাবিত মতামত, পরামর্শ ছাড়া তো আইন আপনাআপনি তৈরি হয়নি। তবে সরকার এই আইন সংশোধন ও সংস্কারের আশ্বাস দিয়েছে এবং এটি বাস্তবায়নও হবে। আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক-সুজন রংপুর মহানগরের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, রংপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ, বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন সরকার। সঞ্চালনা করেন আর্টিকেল নাইনটিনের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুমকি ফারহানা। আরও বক্তব্য রাখেন দৈনিক দাবানলের বার্তা সম্পাদক ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক, রিপোর্টার্স ক্লাব রংপুরের যুগ্ম সম্পাদক আজম পারভেজ, জাগোনিউজ টুয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর কবির জিতু, দৈনিক যুগের আলোর রিপোর্টার বর্ণালী জামান বর্ণা, ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি আনোয়ারা ইসলাম রানী, মানবাধিকার কর্মী ও সংগঠক আফরোজা সরকার প্রমুখ। সংলাপে অংশ নেয়া বক্তারা বলেন, ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকেই আইনটির বিভিন্ন নিবর্তনমূলক ধারার যথেচ্ছ অপব্যবহার হয়ে আসছে। আইনটি মুক্তচিন্তা, ধর্ম নিরপেক্ষতা, অসাম্প্রদায়িক মূল্যবোধ দমনের কৌশল হিসেবে যেমন বৈষম্যমূলকভাবে এই আইনের ব্যাপক অপব্যবহার হচ্ছে, তেমনি এই আইন সাম্প্রদায়িক, মৌলবাদী ও উগ্র ধর্মান্ধতার শঙ্কাজনক বিকাশে সহায়কের ভূমিকা পালন করছে। সরকারের তরফ থেকে এই আইনের সংশোধনের কথা বলা হলেও, এই আইনটি পুরোপুরি বাতিল করা ছাড়া আর কোনো পথ নেই। অনুষ্ঠানে বৈষম্য, নিপীড়ন, শোষণ, দর্নীতি, অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যমসহ সকল নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তরুণ প্রজন্ম, প্রান্তিক জনগোষ্ঠী ও আদিবাসীসহ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা ও রাষ্ট্রসৃষ্ট সমস্যাগুলো তুলে ধরেন। এ অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন মানবাধিকার, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com