শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল,রংপুর॥
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এদিন সারা দেশে দিবসটি পালন করা হয়। এই দিবসকে ঘিরে তার জন্মভিটায় রংপুর জেলা প্রশাসন তিন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়ার জন্মভিটায় শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা। এসময় বিভাগীয় কমিশনার সাবিরুল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা।এরপর রোকেয়া স্মৃতিকেন্দ্র মিলনায়তনে রোকেয়া দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শন, স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। স্মৃতিকেন্দ্র অডিটরিয়ামে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রোকেয়া’র প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসিবুর রশীদ, উপ-উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। পুস্পার্ঘ অর্পণ শেষে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রোকেয়াকে নিয়ে লেখা ‘রোকেয়া পাঠ’ বইয়ের মোড়ক উন্মোচনা করা হয়। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক সংগঠনে নানা আয়োজনে দিবসটি উদযাপন করছে। এছাড়াও নগরী ও জেলার বিভিন্ন স্থানে এ দিবসটি পালিত হয়।