শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
২৫ শে আগস্ট শনিবার, আর কয়েকদিন বাদেই রাখী বন্ধন উৎসবে মেতে উঠবে সারা দেশের বোনেরা এবং বিভিন্ন সংস্থারা, তাই বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেল বিক্রেতা তাদের হাতে তৈরি রাখী নিয়ে পসরা সাজিয়ে বসে আছে, এবং নিত্যনতুন ডিজাইনের রাখী দেখা যাচ্ছে বিভিন্ন বিক্রেতার কাছে, মূল্য মিনিমাম ১৫ টাকা থেকে শুরু করে দেড়শো, 200 আড়াইশো ,তিনশ টাকা পর্যন্ত দামের রাখী তারা রেখেছেন, আর এই রাখী উৎসব উপলক্ষে বিভিন্ন কোম্পানী তাদের এই রাখি তৈরি শুরু হয় ছমাস আগে থেকে, কারণ তারা বলেন আমরা শুধু বিভিন্ন হাটে বাজারেই বসি না আমরা বিভিন্ন দেশে সাপ্লাই দিয়ে থাকি, তাই আগে থেকে না তৈরি করলে আমরা অর্ডার অনুযায়ী জিনিস পাঠাতে পারবো না, শুধু তাই নয়, যারা আমাদের কাছে প্রতি বছর রাখি নেয় তারা চায় নতুন নতুন ডিজাইনের কিছু রাখী নিতে, তাই অনেক আগে থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হয়।রাখি সম্পর্কে জানতে গিয়ে জানা গেল যারা এই ব্যবসা সাথে যুক্ত এবং তৈরি করেন। তারা বললেন এই ব্যবসার উপর প্রায় দেড় থেকে ২০০ মহিলা কোম্পানীতে কাজ করে তাদের জীবন যাপন করছে। তাহাদের পরিবার চালাচ্ছেন, শুধু তাই নয় আমরা এই মহিলাদের সারা বছর বিভিন্ন হাতের কাজের কাজ দিয়ে থাকি, আমাদের মহিলারা সারা বছর বিভিন্ন কাজের উপর নির্ভর করে, এবং চাহিদা অনুপাতে নতুন নতুন ডিজাইন তৈরি করার চেষ্টা করেন কারণ আমরা শুধু কলকাতা নয়, বিহার, উড়িষ্যা, শিলিগুড়ি,জলপাইগুড়ি, মালদা এরকম বিভিন্ন জায়গায় এই রাখী দিয়ে থাকি। এবং বিভিন্ন দেশের সাথে ব্যবসা করে থাকি।, তবে তাহারা বলেন এখনো পর্যন্ত বুঝতে পারছি না কতটা বাজার দাঁড়াবে, তবে আশা করা যায় বাজার ভালো পাবো,রাখী বন্ধন উৎসব মানে ভাই-বোনদের মধ্যে একটা মিলন ঘটানো, সারাদেশের ভাই বোনেরা অপেক্ষা করতে থাকেন এই দিনটির জন্য, ভাইকে রাখী পরিয়ে মিষ্টিমুখ করিয়ে নিজেদের বন্ধনে আটকে রাখেন, সমস্ত কিছু ভুলে এই দিনটিকে মনের মধ্যে গেঁথে রাখার চেষ্টা করেন, শুধু ভাই বোনেরা নয় , সারা দেশে বিভিন্ন সংস্থা এই রাখী উৎসব পালন করেন এবং পথ চলতি মানুষের হাতে রাখী পরিয়ে দেন।