বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
রাজু আহমেদ রাজবাড়ী :
রাজবাড়ী পাংশা সাজুরিয়া গ্রামের নবাব মন্ডলের ছোট ছেলে (৭)বছরের শিশু মুরসালিন গত ১৬মে (রোববার) সাজুরিয়া গ্রাম থেকে সকাল আটটার দিকে নিখোঁজ হয়ে যায় । নিখোঁজের তিন দিন পর সাজুরিয়া কালী মন্দির সংলগ্ন পাট ক্ষেত থেকে শিশুটির লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ। এই ঘটনায় ২দিনের মধ্যে শিশু মুরসালিন হত্যার প্রধান আসামি দাদা ও চাচাতো ভাই পুলিশের হাতে আটক হয়েছে আসামি ১।শাকিল মোঃ রনি (১৪),নজরুল ইসলাম ২।হাবিবুর রহমান (৬৩),মোহাম্মাদ আলী মন্ডল, রাজবাড়ী পাংশা সাজুরিয়া গ্রাম থেকে পাংশা মডেল থানা পুলিশ এস.আই/জুয়েল রানা, এস.আই/মোঃ কামাল হোসেন, এস.আই/নবীন বিশ্বাস সঙ্গী ফোর্সসহ অভিযান চালিয়ে আসামি দুজন গ্রেপ্তার করে। ২১, মে (শুক্রবার) ২০২১ইং তারিখে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদত হোসেন বলেনঃ শিশু মোরসালিন হত্যার রহস্য উদঘাটিত হয়েছে । এই ঘটনায় ২ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে । আসামীর স্বীকারোক্তি জানা যায় পারিবারিক শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে