বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ৪৩৭ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: রাজশাহীর গোদাগাড়ী থানাধনি বিদিরপুর বারোমাইল গ্রামের মোঃ এমরান আলীর ছেলে মোঃ রমজান আলী (২৫), একই থানার বিদিরপুর বারোমাইল গ্রামের মোঃ এমরান আলীর মেয়ে মোছাঃ শেফালী বেগম (৫২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নিচুধুমি গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ জিহাদ আলী (২০)।
মঙ্গলবার সন্ধায় র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের র্যাবে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।