বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
রাতুল সরকার, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মাহফুজ (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর আড়ইটার দিকে নগরীর মতিহার থানাধিন ডাসমারী স্কুল মোড় এলাকার নিজ বাড়ির শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত মাহফুজ ওই এলাকার মোঃ আব্দুল আজিজের ছেলে।
স্থানীয়রা ও পারিবারের লোজনের সাথে কথা বলে যুবকের মৃত্যুর কারন জানা যায়নি।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, সোমবার ডাসমারী এলাকা থেকে মাহফুজ নামের এক যুববকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যুবকের লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়ন্ততদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যের সঠিক কারন জানা যাবে বলেও জানায় ওসি।