বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজা-সহ মো: রুবেল আলী (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার মাদ কারবারি রুবেল মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর পশ্চিমপাড়া এলাকার মোঃ বেরাজ উদ্দিনের ছেলে। শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।
তিনি জানান, শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চরশ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি রুবেলকে গ্রেফতার করে এসআই এএসএম সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে তার বিরুদ্ধে মতিহার থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।