মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
Reading Time: 2 minutes
বিশেষ সংবাদ বিজ্ঞপ্তি, র্যাব-১২, সিপিসি-২ :
র্যাব-১২, সিপিসি-২, পাবনার অভিযানে নাশকতা মূলক সন্ত্রাসী কার্যক্রমের আলামত ককটেল তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন গ্রেফতার। গত ১৪-১১-২০২৩ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ১০.৩০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারি যে, জনৈক মোঃ আউয়াল কবীর (৩৮), পিতা-মৃত আব্দুল ওহাব, সাং-ফতেমোহাম্মদপুর, নিউ কলোনী, ০৫ নং ওয়ার্ড, ঈশ^রদী পৌরসভা, থানা-ঈশ^রদী, জেলা-পাবনা, মোবাইল নং-০১৭১৪-৪৮৪৪৩০, রাজনৈতিক পরিচয়ঃ যুগ্ম-আহŸায়ক, স্বেচ্ছাসেবক দল, ঈশ্বরদী পৌর শাখা, সহ সভাপতি, ছাত্রদল, পাবনা জেলা শাখা, এবং সাবেক সভাপতি, ছাত্রদল, ঈশ্বরদী পৌর শাখা তাহার সংগঠনের সহযোগীদের অদ্য ইং ১৫-১১-২০২৩ তারিখ অবরোধ চলাকালীন তাহার দেওয়া তথ্য মোতাবেক ঈশ^রদী থানাধীন অরনকোলা গরুর হাটের সামনে পাঁকা রাস্তার উপর হাজির হতে বলে। পরবর্তীতে তারা সম্মিলিতভাবে আউয়াল কবীর এর নেতৃত্বে দাশুড়িয়া এলাকা মহাসড়কে পিকেটিং, গাড়ী ভাংচুরসহ বোমা/ককটেল চার্জ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে অবরোধ পালন করার পরিকল্পনা গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম, অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১৫-১১-২০২৩ খ্রিঃ তারিখ ১২.৩০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘পাবনা জেলার ঈশ^রদী থানাধীন ঈশ^রদী পৌরসভাস্থ ০৬ নং ওয়ার্ডের অরনকোলা গরুর হাটের সামনে পাঁকা রাস্তার পাশের্^ জনৈক মোঃ শাহিন আলম (৫২), পিতা-মৃত আবু মুছা খাদেম, সাং-অরনকোলা এর মুদী দোকানের সামনে’ অভিযান পরিচালনা করে ককটেল তৈরীর সরঞ্জামাদিসহ ০১। মোঃ আউয়াল কবীর (৩৮), পিতা-মৃত আব্দুল ওহাব, সাং-ফতে মোহাম্মদপুর নিউ কলোনী, ০২। মোঃ সরোয়ার জাহান শিশির (৩৩), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-নুর মহল্লা ফতেমোহাম্মদপুর, থানা-ঈশ^রদী, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ককটেল তৈরীর জন্য ব্যবহৃত সরঞ্জামাদি (১) ১৫টি খালি জর্দার কৌটা (যাহা ককটেল এর বর্হিআবরণ হিসেবে ব্যবহৃত হয়), (২) ০৩টি খালি কাঁচের বোতল (যাহা পেট্রোল বোমা তৈরীর কাজে ব্যবহৃত হয়), (৩) কিছু ভাঁঙ্গা কাচের টুকরা, (৪) ০২ কৌটা এয়ারগানের পিলেট, (৫) ছোট সাইজের তারকাটা (যাহার ওজন ২৫০ গ্রাম), (৬) ০৫টি লাল রংয়ের স্কচটেপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাদেরকে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত- মোঃ গোলাম ফারুক অতিরিক্ত পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার, র্যাব-১২, সিপিসি-২ পাবনা।