বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
অদ্য ২৩ এপ্রিল, ২০২২ তারিখ ১৩.৩০ ঘটিকায় র্যাব—১২, সিপিসি—২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে “পাবনা জেলার পাবনা থানাধীন কোলাদী সাকিনস্থ তিন রাস্তার মোড়” এলাকায় অভিযান পরিচালনা করে পারিবারিক মামলা নং—৩০/২০০১ মোতাবেক বিজ্ঞ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ মকবুল হোসেন @ মুকুল (৫২), পিতা— তোফাজ্জল হোসেন, সাং—কোলাদী, থানা—পাবনা, জেলা—পাবনা’কে গ্রেফতার করে।
পরবর্তীতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/——
কিশোর রায়,এএসপি,ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,র্যাব—১২, সিপিসি—২, পাবনা