বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ০৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক। গত ১৭/০৩/২০২২ ইং তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এর নেতৃত্বে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে গোলচত্বর এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিঃ(পেট্রো বাংলা) সয়দাবাদ ভাল্ব ষ্টেশন এর সামনে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ০৪ কেজি ৮০০(চার কেজি আটশত) গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ জিবলু মল্লিক(৪২), পিতা-মৃত তাসু মল্লিক, (বর্তমান ঠিকানা), সাং-ব্যাংক কলোনী, তালবাগ, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা। স্থায়ী ঠিকানা, সাং-কাদীরপাড়া, থানা-শ্রীপুর, জেলা-মাগুড়া।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত- মোঃ আবুল হাসেম সবুজ, লেফটেন্যান্ট কমান্ডার বিএন,ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার র্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ।