শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের কামারখন্দে ৯৭ পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক। গত ০৯/১১/২০২২ তারিখ দুপুর ১১.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ১ নং ভদ্রঘাট ইউনিয়নের ভদ্রাঘাট বাজার পশ্চিম খান পাড়া গ্রামস্থ আবুল উলাইয়া স্পিনিং লিমিটেড এর গেইটের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৭(সাতানব্বই) পিচ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ সোহাগ আলী(২৬), পিতা-মোঃ হামিদুল ইসলাম, সাং-কাচারীপাড়া ভদ্রঘাট, থানা-কামারখন্দ, ২। মোঃ হারুন শেখ(৩৪), পিতা-সালাম শেখ, সাং-রঘুনাথপুর, থানা-সিরাজগঞ্জ সদর, উভয় জেলা-সিরাজগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
স্বাক্ষরিত- মোঃ আবুল হাসেম সবুজ, লেফটেন্যান্ট স্কোয়াড কমান্ডার, র্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ।